সাতক্ষীরায় এক এনজিও কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের কাপাশডাঙ্গা গ্রামের প্রভাষ সরকারের ছেলে সঞ্জয় সরকার (৩৪)। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাত ১০ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের রিপোর্ট পজেটিভ জানার পর স্থাণীয় প্রশাসন ওই এনজিও কর্মীর বাড়ি লকডাউন করেছে। একই সাথে আশপাশের বাড়ির লোকজনদের সতর্ক করা হয়েছে।
শুক্রবার (১ মে) সকালে এলাকাবাসি জানান, সঞ্জয় সরকার বিনেরপোতায় বে-সরকারি এনজিও সংস্থা ঋ-শিল্পীতে চাকরি করেন। তিনি সেখানে প্রডাকশন ম্যানেজারের দায়িত্বে ছিলেন। ১০/১২ দিন ধরে সঞ্জয় জ্বর, সর্দি কাশি ও গলা ব্যাথায় ভুগছিলেন। তারা আরো জানান, অসুস্থ শরীর নিয়ে সঞ্জয় নিয়মিত চাকরি করেছেন। এলাকায় ত্রাণ দেওয়াসহ বিভিন্ন কার্যক্রম চালিয়েছেন।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের কর্মকর্তা ডাঃ জয়ন্ত কুমার বলেন, সঞ্জয় সরকারের রিপোর্ট পজেটিভ হওয়ায় প্রশাসন রাতেই তার বাড়ি লকডাউন করেছে। তবে, শ্বাসকষ্ট না থাকায় তাকে বাড়িতে রেখেই চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তাকে নিয়মিত মনিটরিং করা হচ্ছে।
এদিকে, সঞ্জয় সরকারের নমুনা পজেটিভ পাওয়ায় সাতক্ষীরার তিনজন করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে শ্যামনগরের একজন যশোর সিভিল সার্জনের অধীনে চিকিৎসাধীন রয়েছেন। অপর একজন যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারি। তিনি সাতক্ষীরা শহরের উত্তর কাটিয়ায় ভাড়া বাড়িতে লকডাউনে চিকিৎসাধীন রয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন