শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নাচোলে একটি বাড়ী লকডাউন

করোনারোগী অবস্থানের খবরে এলাকাবাসী আতঙ্কিত

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ মে, ২০২০, ৪:১০ পিএম

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে করোনারোগী অবস্থানের খবরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় ৬ মে বুধবার দুপুর ১২টার দিকে নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা সরজমিনে গিয়ে নাচোল পৌর এলাকার ৭নং ওয়ার্ডের (পাইলট উচ্চবিদ্যালয় এর সংলগ্ন পশ্চিমে) একটি বাড়ী লকডাউন ঘোষণা করেছেন। ওই বাড়ীটিতে এক ঘড়ি ও চশমা ব্যবসায়ী ভাড়া থাকেন বলে নিশ্চিত করেছেন স্থানীয় প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা জানান নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারি স্বাস্থ্য পরিদর্শক করোনায় আক্রান্ত আবুহেনা মোস্তফা কামাল ৫ মে মঙ্গলবার নাচোলে এসে তার মালিকানাধীন বাড়ীটির ভাড়াটিয়ার সাথে যোগাযোগ ঘটেছে। কাজেই এলাকাবাসীকে শঙ্কামূক্ত রাখতেই ১৪ দিনের জন্য ওই বাড়ীটি লকডাউন করা হয়েছে। একটি সূত্রমতে, করোনায় আক্রান্ত আবুহেনা মোস্তফা কামাল নাচোলে এসে কিছু সময় তার বাসায় অবস্থানের পাশাপাশি কয়েকটি দোকানেও উঠাবসা করেছেন। এদিকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচ এন্ড এফপিও তোফাজ্জল হোসেন জানান, কোন উপস্বর্গ ছাড়াই ২ মে স্বেচ্ছায় তাঁর ৮ জন স্টাফ করোনা টেস্টের জন্য নমুনা প্রদান করেন এবং ৫ মে মঙ্গলবার আইইডিসিআর, ঢাকা থেকে নওগাঁ সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো রিপোর্টে ৩ জনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। এরা হচ্ছে স্বাস্থ্য সহকারি পরিদর্শক আবুহেনা মোস্তফা কামাল ও নাজমা খান এবং মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) শরিফুল ইসলাম। নাচোল উপজেলা করোনা প্রতিরোধ কমিটিসূত্রে জানাগেছে, আবুহেনা মোস্তফা কামাল স্বাস্থ্য সহকারি পরিদর্শকপদে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকুরী করলেও তার বাড়ী নাচোল পৌর এলাকায় এবং তিনি পরিবার নিয়ে রাজশাহীতে অবস্থান করার কারণে তার নাচোলের বাড়ীটিতে একজন স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী ভাড়ায় বসবাস করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন