বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

কমেডি আমার জন্য সহজাত আসিফ শেখ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ মে, ২০২০, ১২:০৩ এএম

ভারতীয় টিভির জনপ্রিয় অভিনেতা আসিফ শেখ যে কোনও দৃশ্যকে হাস্যরসে পরিপূর্ণ করে তুলতে পারেন, তিনি জানিয়েছেন কমেডি অভিনয় তার জন্য সহজাত। “কমেডি অভিনয় আমার জন্য সহজাত, খুব সহজেই আমি কমেডি অভিনয় করতে পারি। এমনকী কঠিন সংলাপে ভরা সিরিয়াস দৃশ্যকেও আমি কমেডিতে পরিণত করতে পারি সহজে,” আসিফ বলেন। আসিফ মঞ্চ থেকে অভিনয় শুরু করে ভারতের প্রথম সিরিয়াল ‘হাম লোগ’ দিয়ে ১৯৮৪তে প্রথম টিভিতে কাজ শুরু করেন। তার ৩৫ বছরের বেশি অভিনয় ক্যারিয়ারে তিনি ৭০টিরও বেশি ফিল্মে অভিনয় করেছেন। আসিফ মনে করেন কমেডি একটি বিশেষায়িত ধারা। “এটি উপভোগ্য এবং একই সঙ্গে চ্যালেঞ্জিং কারণ প্রতিটি মুহূর্তে নিজেকে বদল করতে হয়, যাতে একঘেয়ে মনে না হয়। আমি অ্যান্ডটিভির ‘ভাবিজি ঘর পার হ্যায়’ সিরিয়ালে বিভূতি মিশ্রর ভূমিকায় পাঁচ বছর ধরে অভিনয় করছি। দর্শাকরা যাতে একঘেয়ে বেধ না করে সেজন্য আমি এই সিরিয়ালে আমার রূপসজ্জা, সংলাপ আর অভিনয় নিয়ে এক্সপেরিমেন্ট করে চলেছি। এমন করেই আমি বাধা সরিয়েছি, “ আসিফ বলেন। তিনি জানান নিজেকে যুগোপযোগী রাখার জন্য তিনি আন্তর্জাতিক কমেডিয়ানদের কাজ দেখেন, সোশাল মিডিয়াতে ট্রেন্ড অনুসরণ করেন।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন