ঝিনাইগাতী (শেরপুর) উপজেলা সংবাদদাতা
শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের চকপাড়া গ্রামের শিলজোড়া খালের ব্রিজের নিচ থেকে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কিশোরী দিনা (১৫) উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া নয়াপাড়া গ্রামের মফিজুল হকের কন্যা। জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে শিলজোড়া খালের ব্রিজের নীচে একটি লাশ ভেসে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। সংবাদ পেয়ে শেরপুরের থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাসমান লাশটি উদ্ধারের পর জানা যায় কিশোরীর পরিচয়। কিশোরীর মুখে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, কিশোরীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। তবে ময়না তদন্তের পর হত্যার প্রকৃত কারণ জানা যাবে। নিহতের বাবা মফিজুল হক পুলিশকে জানায়, গত মঙ্গলবার সন্ধ্যা থেকে দিনা নিখোঁজ ছিল, থানায় এ বিষয়ে তিনি জানান নাই।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন