শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

ইসলামী প্রশ্নোত্তর

সন্তান পিতা মাতার জন্য এবং পিতা মাতা সন্তানের জন্য সবচেয়ে ভাল দোয়া কিভাবে ও কখন করবো জানালে খুব উপকার হবে?

আবু হানিফা
ই মেইল থেকে

প্রকাশের সময় : ২০ জুন, ২০২০, ৭:১৮ পিএম

উত্তর : এ ধরনের দোয়া সবাই সবার জন্য সব সময়ই করতে পারে। তবে দোয়া কবুলের যেসব বিশেষ সময়ের কথা হাদিসে আছে সেসময়গুলোতে কবুলের সুযোগ বেশি। যেমন, হজে, সফরে, বৃষ্টির সময়, অসুস্থতার সময়, জুমার দিন, আজান ইকামতের মধ্যে, তাহাজ্জুদে ইত্যাদি। উত্তম দোয়া বলতে কোরআন হাদিসে বর্ণিত সকল দোয়াই উত্তম। নিজের ভাষায় নিজের মনের আকুতি ও প্রার্থনা দোয়া হিসাবে আরও কার্যকর। যেখানে মানুষ পরস্পরের দীন দুনিয়া ও আখিরাতের সকল মঙ্গল কামনা করে। দুরুদ শরিফ একটি স্বতন্ত্র ও পূর্ণাঙ্গ দোয়া। যার দ্বারা সব চাওয়া আল্লাহর কাছে পৌঁছে যায়। কোরআনে বর্ণিত ‘রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগিরা’ পিতা মাতার জন্য অন্যতম দোয়া। ঠিক তেমনি ‘রাব্বিগ ফিরলি ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালিল মু’মিনীনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব’ দোয়াটিও খুব ভালো। স্ত্রী সন্তানের জন্য বিশেষ দোয়া ‘রাব্বানা হাবলানা মিন আযওয়াযিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ’য়ুনিউ ওয়ায আলনা লিল মুত্তাকীনা ইমামা’। আরবী দোয়ার চেয়ে নিজের প্রাণ খোলা প্রার্থনা কম গুরুত্বপূর্ণ নয়। এখানে ‘রাব্বানা আতিনা.......’ সবকিছুকে শামিল করে।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন