মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ব্যাংকে অফিস করা হলো না আর সুমন ও আবু তাহেরের

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ জুন, ২০২০, ৬:৫৭ পিএম

ব্যাংকে আর অফিস করা হলো আর সুমন তালুকদার(৩৭) ও আবু তাহেরের(৫৫)। আজ সকাল ১০টায় তাদের দুজনেরই অফিসে কাজে যোগদান করার কথা ছিল। কিন্তু তাদের দুইজনের প্রান প্রদিপ কেড়ে নিয়েছে আজকে বুড়িগঙ্গা নদীর সদরঘাটের শ্যামবাজার ঘাট এলাকায় লঞ্চ ডুবির ঘটনায়। তাদের একজন যমুনা ব্যাংকের রাজধানীর ইসলামপুর শাখায় এবং অন্যজন মতিঝিল শাখায় চাকুরি করতেন। নিহত আবু তাহেরের ছোট বোন হামিদা বেগম ক্রন্দনরত অবস্থায় জানান, তার ভাই আবু তাহের সকালে তার কর্মস্থলে যোগদান করার জন্য তড়িঘরি করে মুন্সীগঞ্জের কাঠপট্রি লঞ্চঘাট থেকে এমভি মর্নিং বার্ড লঞ্চে উঠে ঢাকায় আসছিল। ফরাসগঞ্জঘাটে পৌছার মাত্র কয়েক মিনিট আগেই এমভি ময়ুরী-২ লঞ্চের ধাক্কায় এমভি মর্নিং বার্ড লঞ্চটি ডুবে তার ভাই নিহত হয়। তাদের বাড়ি বিক্রমপুরে। অপর স্বজন শরিফ তালুকদার জানান, তার ছোট ভাই সুমন তালুকদার রাজধানীর ইসলামপুর শাখায় যমুনা ব্যাংকে চাকুরি করত। সকালে সে মনিং বার্ড লঞ্চে উঠে মুন্সীগঞ্জের কাঠপট্রঘাট থেকে। তাদের লঞ্চটি ফরাসগঞ্জঘাটে পৌছার কিছু সময় আগে অন্য একটি লঞ্চের ধাক্কায় লঞ্চটি ডুবে তার ভাই মারা যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Jack Ali ২ জুলাই, ২০২০, ৬:১৪ পিএম says : 0
It is extremely sad and heart broken. O'Allah help them to overcome the Pain and Distress. Ameen
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন