শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

জামায়াত নেতা আজহারের পক্ষে রিভিউ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০২০, ১২:০১ এএম

একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল এটিএম আজাহরুল ইসলামের পক্ষে রিভিউ আবেদন করা হয়েছে। আবেদনে আজহারুল ইসলামকে আবারও নির্দোষ দাবি করা হয়। তার বেকসুর খালাস চাওয়া হয়েছে। গতকাল রোববার এ তথ্য জানান তার কৌঁসুলি মোহাম্মদ শিশির মনির। আবেদনের বিষয়ে সংবাদ মাধ্যমকে তিনি বলেন, আপিল বিভাগের রায়ের সত্যায়িত অনুলিপি হাতে পাওয়ার পর আমরা আবেদনটি দাখিল করেছি। রিভিউ পিটিশনের বিষয়ে এটিএম আজহারুল ইসলামের বেকসুর খালাস চাওয়া হয়েছে।
উল্লেখ্য. ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তিনটি অভিযোগে মৃত্যুদন্ড দেয়।এ রায়ের বিরুদ্ধে ২০১৫ সালে আপিল করেন এটিএম আজাহার।২০১৯ সালের ৩১ অক্টোবর আপিল বিভাগ তার রায়ে মৃত্যুদন্ডাদেশ বহাল রাখেন। মৃত্যুদন্ড ছাড়াও অপহরণ,নির্যাতন,ধর্ষণসহ বিভিন্ন অপরাধ সংক্রান্ত ৫ নম্বর অভিযোগে ২৫ বছর জেল ও ৬ নম্বর অভিযোগে নির্যাতনের দায়ে পাঁচ বছরের কারাদন্ড দেয়া হয় ট্রাইব্যুনালে। এছাড়া ১ নম্বর অভিযোগ প্রমাণিত হয়নি-মর্মে উল্লেখ করা হয় ট্রাইব্যুনালের রায়ে।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন