শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ডা. শফিকুর রহমান ফের জামায়াতের আমির

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আগামী ২০২৩-২০২৫ কার্যকালের জন্য ডা. শফিকুর রহমান পুনরায় আমির নির্বাচিত হয়েছেন। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম জানান, চলতি মাসের অক্টোবর জামায়াতের রোকনদের ভার্চুয়ালি ভোট-গ্রহণ প্রক্রিয়া শেষ হয়। গত ২৫ অক্টোবর ভোট গণনা শুরু হয়। তবে কত ভোট পেয়ে ডা. শফিকুর রহমান পুনরায় আমির নির্বাচিত হয়েছে তা জানা যায়নি। জানা গেছে, শপথ গ্রহণের পর আমির দলের নেতাকর্মীর উদ্দেশে বক্তব্য দেবেন। এরপর নির্বাহী পরিষদের সঙ্গে বৈঠক করে দলের সেক্রেটারি জেনারেল মনোনীত করবেন।
ডা. শফিকুর রহমান ১৯৫৮ সালের ৩১ অক্টোবর মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৩ সালে সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। জামায়াতের নতুন আমির ছাত্রজীবনে ইসলামী ছাত্রশিবিরের সিলেট শহর শাখার সভাপতি ছিলেন। তিনি ১৯৮৫ সালে দলের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য হন। ডা. শফিক ১৯৮৬ থেকে ’৮৮ সাল পর্যন্ত সিলেট জেলা শাখা সেক্রেটারি ও ১৯৮৯ থেকে ৯১ সাল পর্যন্ত সিলেট জেলা নায়েবে আমির এবং ১৯৯১ থেকে ৯৮ পর্যন্ত সিলেট জেলা আমির, ১৯৯৮ থেকে ২০০৭ সাল পর্যন্ত সিলেট মহানগরী আমির হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৮ সালে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মনোনীত হন। ২০১০ সাল থেকে দলের সহকারী সেক্রেটারি জেনারেল, ২০১১ থেকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং ওই বছরের সেপ্টেম্বর মাস থেকে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হন। ২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত জামায়াতের সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০১৯ সালের ১২ নভেম্বর ডা. শফিকুর রহমানকে জামায়াতের আমির ঘোষণা করা হয়।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Shafiqur Rahman Anu ২৮ অক্টোবর, ২০২২, ৮:০৭ এএম says : 0
জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান ছাত্রজীবনে জাসদ ছাত্রলীগ ( যাদের লক্ষ্য ছিল বৈজ্ঞানিক সমাজতন্ত্র) করতেন!
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন