রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

নেটিজেনদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছেন করণ জোহর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০২০, ৯:৫০ এএম

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে বলিউডে একের পর এক গোপন সত্য বেরিয়ে আসছে। ইন্ডাস্ট্রিতে নেপোটিজম, বুলিইং এই বিষয়গুলো এখন চর্চায় উঠে এসেছে। এই নিয়ে টনসিল টাউনে বিতর্ক লেগেই রয়েছে। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিচ্ছেন নেটিজেনরাও।

সুশান্তের মৃত্যুতে বলিউড নির্মাতা ও প্রযোজক করণ জোহরের দিকে আঙ্গুল তুলেছেন অনেকেই। অভিনেতার মৃত্যুর জন্য এখনও তাকেই দায়ী করছেন নেটিজেনদের একাংশ। প্রতিনিয়ত ট্রোলের সম্মুখীন হয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত অ্যাকাউন্ট থেকে কমেন্ট সেকশন বন্ধ করে দিয়েছেন কেজি।

এবার শোনা যাচ্ছে, আলিয়া ভাটের পথ অনুসরণ করে অনলাইন ট্রোলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছেন করণ যোহর।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গিয়েছে, অনলাইনে ট্রোল, সমালোচনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে তৎপর হয়েছেন করণ। আইনজীবী ও তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের একটি টিম নিয়োগ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা সেইসব অ্যাকাউন্ট নজরে রাখছেন, যারা প্রতিনিয়ত হুমকি দিচ্ছেন।

বিষয়টি নিয়ে এতদিন মুখে কুলুপ এঁটেছিলেন করণ। কিন্তু তার দুই সন্তান ও বয়স্ক মাকে খুন-ধর্ষণের হুমকি দেওয়াতে নড়েচড়ে বসেছেন তিনি। অনেকেরই ধারণা, স্বজনপ্রীতি ইস্যুতে নির্মাতা চুপ থাকলেও, মা ও সন্তানদের অশ্লীল আক্রমণের কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন