ময়মনসিংহের ফুলপুর পৌরসভায় অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে পানিবন্দি হয়ে পড়েছে কয়েকশত পরিবার। আজ বুধবার সরেজমিন গিয়ে দিউ, আমুয়াকান্দা, কাজিয়াকান্দা, গোদারিয়া, হাজী রোড ও হাজী আফাজ উদ্দিন রোড, সাহাপাড়া, মাগন ফুলপুরসহ বেশ কিছু এলাকায় দেখা যায়, বাড়ির উঠান, থাকার ঘর, গরুর গোয়াল ঘর ও রান্নাঘরসহ বিভিন্ন পথঘাট পানিতে তলিয়ে গেছে। শিশুরা ঘর থেকে বের হতে পারছে না। পঁচা পানি মাড়িয়ে কাজকর্ম করতে হচ্ছে গৃহিণীদের। পানি নিষ্কাশনের জন্য সঠিক ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই এই এলাকার বাসাবাড়িতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে পানিবন্দি হয়ে পড়ে কয়েকশত পরিবার।
দিউ গ্রামের কয়েকজন বাসিন্দার সাথে কথা হলে তারা বলেন, একটু বৃষ্টি হলেই বাসা-বাড়ি ও রাস্তায় পানি জমে যায়। আমরা ঘর থেকে বের হতে পারিনা। এক গৃহিণী বলেন, বৃষ্টি হইলে পাকঘরে পানি উঠে পড়ে। রান্নাবান্নায় মারাত্মক কষ্ট হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন