ঢাকা শহরের পানিবদ্ধতা দূর এবং অচল ঢাকা সচলের দাবিতে আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হবে। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ঢাকা মহানগর শাখার উদ্যোগে এ কর্মস‚চি পালিত হবে। গতকাল বাসদের ঢাকা মহানগর কমিটির আহবায়ক বজলুর রশীদ ফিরোজ ও সদস্য সচিব জুলফিকার আলী এক বিবৃতিতে এ তথ্য জানান। এতে বলা হয় প্রশাসনের ব্যর্থতায় রাজধানী ঢাকার জনদুর্ভোগের কোনো সুরাহা হচ্ছে না। বিবৃতিতে তারা বলেন, ঢাকা শহরের পানি নিষ্কাশনের দায়িত্ব ওয়াসা, পানি উন্নয়ন বোর্ড, দুই সিটি করপোরেশন, রাজউক ও ক্যান্টনমেন্ট বোর্ড এ ছয় সংস্থার।
এছাড়াও বেসরকারি আবাসিক এলাকায় তাদের নিজস্ব নিষ্কাশন ব্যবস্থা থাকার কথা। কিন্তু এগুলোর একটির সঙ্গে অন্যটির কোনো সমন্বয় না থাকায় একে অপরের কাঁধে দোষ চাপাচ্ছে। ফলে জনদুর্ভোগের কোনো সুরাহা হচ্ছে না।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন