মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

মেজাজ হারালেন অমিতাভ বচ্চন!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০২০, ৯:৪৫ এএম

প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে মুক্তি পেয়েছেন বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন। অসুস্থ অবস্থায় যেমন পেয়েছেন প্রার্থনা ও শুভেচ্ছা, তেমনই কিছু তিক্ত মন্তব্যও জুটেছে তাঁর কপালে। এর আগে এক নেটিজেন অভিনেতার মৃত্যু কামনা করেছিলেন। এবার আরেকজন জানালেন, শাহেনশার প্রতি তিনি শ্রদ্ধা হারিয়ে ফেলেছেন! অবশ্য এর জবাব দিতেও দেরি করেননি বলিউডের মেগাস্টার।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার হ্যান্ডেলে জাহ্নবী নামের এক মহিলা অমিতাভকে ট্যাগ করে একটি পোস্টে লিখেছেন, 'আমার ৮০ বছরের বাবাকেও নানাবতি হাসপাতালে ভর্তি করেছিলাম। কিন্তু ভুল করে তার রিপোর্ট পজিটিভ আসে। এরপর তারা বাবাকে আইসোলেশন ওয়ার্ডে রাখেন, অযন্তের ফলে অবস্থা আশঙ্কাজনক হয়। বাড়ির লোক তাকে দেখতে যেতে পারেননি। জাহ্নবীর কথায়, মিস্টার অমিতাভ যে হাসপাতাল মানুষের জীবনের মূল্য দেয় না তাদের জন্য আপনি যেভাবে বিজ্ঞাপন করছেন তা অত্যন্ত দুঃখজনক। আপনার প্রতি সমস্ত শ্রদ্ধা হারিয়ে ফেলেছি।'

ভক্তের এমন মন্তব্য খুব সহজভাবে নেননি শাহেনশা। খানিকটা মেজাজ হারিয়ে পাল্টা টুইটে অভিনেতা লেখেন, 'আমি হাসপাতালের বিজ্ঞাপন করছি না, যে সেবা এবং যে চিকিৎসা পেয়েছি, অন্যান্য সব হাসপাতাল থেকে পেয়েছি, সেজন্য তাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। আর তা করতেই থাকব।'

ওই পোস্টে তিনি আরও লেখেন, 'আপনি আমার প্রতি শ্রদ্ধা হারাতে পারেন কিন্তু আমি আপনাকে জানাতে চাই, আমি চিকিৎসা পেশা ও দেশের চিকিৎসকদের প্রতি কখনোই শ্রদ্ধা হারাতে পারব না। আর শেষ কথা, আমার সম্মান ও সম্মান পাওয়ার যোগ্যতা আপনার দ্বারা বিচার্য হবে না।'

প্রসঙ্গত, গত ১১ জুলাই করোনা আক্রান্ত হয়ে মুম্বাইয়ের নানাবতি হাসপাতালে ভর্তি হন অমিতাভ বচ্চন। এরপর সেখানে টানা ২৩ দিন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন অভিনেতা। পাশাপাশি তিনি যে বরাবরই স্বাস্থ্যকর্মীদের প্রতি শ্রদ্ধাশীল সেকথাও একাধিকবার বলেছেন। বর্তমানে তাঁর বাংলো জলসায় কোয়ারেন্টিনে রয়েছেন ৭৭ বছর বয়সী এই চিত্রতারকা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (6)
Billal Hossain ৪ আগস্ট, ২০২০, ৯:৫৫ এএম says : 0
I did not like Mr.Bachchans words Could be more polite
Total Reply(0)
সুমি ৪ আগস্ট, ২০২০, ৯:৫৭ এএম says : 0
উপযুক্ত জবাব দিয়েছেন বিগ-বি
Total Reply(0)
রাকিব ৪ আগস্ট, ২০২০, ৯:৫৮ এএম says : 0
এখানে মেজাজ হারানোর কি হলো ?
Total Reply(0)
পারভেজ ৪ আগস্ট, ২০২০, ১১:৩০ এএম says : 0
মানুষের মন মেজাজ সব সময় এক থাকে না
Total Reply(0)
দোয়েল ৪ আগস্ট, ২০২০, ১১:৩১ এএম says : 0
তার সাথে ভালো ব্যবহার করেছে, তাই তিনি ভালো বলেছেন
Total Reply(0)
md. rabiul islam ৫ আগস্ট, ২০২০, ৪:০৬ পিএম says : 0
yes
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন