শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

শাহরুখের হাত ধরে বলিউডে পাঁচ বহিরাগত অভিনেতা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০২০, ৬:১৬ পিএম | আপডেট : ৬:২০ পিএম, ৯ আগস্ট, ২০২০

গেল কয়েকমাস ধরে বলিউডে চলছে স্বজনপ্রীতি বিতর্ক। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে পাল্টাপাল্টি তড়জা। এরই মধ্যে শাহরুখ খানের হাত ধরে বি টাউনে পা রাখলেন পাঁচ বহিরাগত অভিনেতা।

সম্প্রতি শাহরুখের রেড চিলিজের প্রযোজনায় অনলাইনে মুক্তি পেয়েছে 'ক্লাস অফ ৮৩' সিনেমার ট্রেলার। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ববি দেওল। এই সিনেমার মধ্য দিয়ে বলিউডে পা রেখেছেন নিনাদ মহাজনি, ভূপেন্দ্র জাদওয়াত, সমীর পারাঞ্জাপে, হিতেশ ভোজরাজ ও পৃথ্বীক প্রতাপ।

'ক্লাস অফ ৮৩'র ট্রেলার মুক্তির পর থেকে সাবলীল অভিনয়ের জন্য প্রশংসায় ভাসছেন নতুন এই পাঁচ মুখ। স্বজনপ্রীতি বিতর্কের মাঝে শাহরুখের এমন সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করেছেন নেটিজেনরা।

নবাগত অভিনেতাদের স্বাগত জানিয়ে শাহরুখ খান টুইটারে লিখেছেন, 'ক্লাস অফ ৮৩'তে ববি দেওলকে অসাধারণ লেগেছে। পাশাপাশি সৈনিকের চরিত্রে নবীনরাও নিজেদের মেলে ধরেছেন। আশা করছি, ট্রেলারটি সকলে উপভোগ করবেন।'

হুসাইন জাইদি রচিত 'ক্লাস অফ ৮৩: দ্য পানিশার্স অব মুম্বাই পুলিশ'র অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক অতুল সভরওয়াল। এতে আশির দশকের গ্যাংদের অপরাধ প্রবণতা রুখতে পুলিশের রুদ্ধশ্বাস অভিযানগুলো দেখানো হয়েছে। সিনেমাটি আগামী ২১ আগস্ট নেটফ্লিক্সে মুক্তি পাবে।

'ক্লাস অফ ৮৩'র ট্রেলারটি দেখতে এখানে ক্লিক করুন

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন