বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কয়রায় সেনাবাহিনীর চিকিৎসা সেবা

কয়রা (খুলনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০২০, ৯:১৫ পিএম

মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনা বাহিনীর যশোর-৫৫ পদাতিক ডিভিশনের উদ্যোগে কয়রার বানভাসি মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ সময় চিকিৎসা সেবা গ্রহণ করা রোগীদের মাঝে ফ্রি ওষুধ প্রদান করা হয়। গতকাল সকাল ১০টায় মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এ চিকিৎসা সেবা কার্যক্রম উদ্বোধন করেন যশোর-৫৫ পদাতিক ডিভিশনের-৯ বেঙ্গল লেন্সারের অধিনায়ক লে.কর্নেল মো. তানভীর আলম। 

উদ্বোধন অনুষ্ঠানে সেনা সদস্যসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দিনব্যাপী শত শত অসহায় মানুষ এ সেবা গ্রহণ করেন। ৩ জন পুরুষ ও ২ জন নারী চিকিৎসক এ সেবা প্রদান করেন। সেনা বাহিনী কর্তৃক অবহেলিত জনপদ কয়রায় এ ধরণের মহতি উদ্যোগ গ্রহনে এলাকাবাসি সাধুবাদ জানিয়েছে।
কয়রা সদর ইউপি চেয়ারম্যান মোহা. হুমায়ুন কবির বলেন, আম্পানে ক্ষতিগ্রস্ত কয়রার অসহায় মানুষ এ চিকিৎসা সেবা গ্রহণ করে উপকৃত হয়েছে। তা ছাড়া বিনামুল্যে চিকিৎসা সেবা পাওয়ার পাশাপাশি ফ্রি ওষুধ পেয়ে অনেকেই ব্যাপক খুশি বলে তিনি মন্তব্য করেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন