শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ফুটপাতে বোবা বৃদ্ধ : অজ্ঞাত পরিচয়ে হাসপাতালে দেয় পুলিশ

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০২০, ৯:৩৩ পিএম

যশোর শহরের ফুটপাতে রাতের অন্ধকারে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধকে স্বজনরা ফেলে রেখে যায়। পরে স্থানীয় সংবাদকর্মীদের সহযোগিতায় পুলিশ ওই বৃদ্ধকে (৭০) যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে। গত শনিবার রাতের ঘটনা। গতকাল এ রিপোর্ট লেখা পর্যন্ত বৃদ্ধের স্বজনদের কেউই আসেননি। 

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি মনিরুজ্জামান জানান, জিলা স্কুল ও সার্কিট হাউজের সামনের যাত্রীছাউনিতে এক বৃদ্ধকে পড়ে থাকতে দেখে স্থানীয় সংবাদকর্মীরা পুলিশকে বিষয়টি জানান। বৃদ্ধটি তার নাম-পরিচয় বা ঠিকানা বলতে পারছে না। পরে পুলিশ রাতে তাকে নিয়ে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে। পরিবারের লোকজন তাকে ওই যাত্রী ছাউনিতে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।
ওই এলাকার কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী ও পথচারীরা জানান, ব্যস্ত সড়কের পাশে যাত্রী ছাউনিতে কারা কখন ওই বৃদ্ধকে রেখে গেছে তা কেউ বলতে পারেন না। তবে বৃদ্ধকে দেখে ‘ভাল ঘরের’ মনে হয়েছে। তার সাথে থাকা ব্যাগে পরিস্কার লুঙ্গি, শুকনো খাবার, ওষুধপত্র রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন