মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বাস্থ্য

আপনার প্রশ্ন

| প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০২০, ১২:১০ এএম

প্রশ্ন : আমি অবিবাহিতা। বয়স ২৩। আমার ওজন বয়সের তুলনায় অনেক বেশি। এ অবস্থায় আমার ঘাড় কালো হয়ে অমসৃণ হয়ে গেছে। এতে আমার সৌন্দর্যহানি হয়েছে। আমি এ অবস্থা হতে মুক্তি পেতে চাই।

-লুবনা। শনির আখরা, ঢাকা।

উত্তর : আপনার ঘাড়ের রোগটির নাম সম্ভবত : ‘একানথোসিস নাইগ্রিকেন্স’। রোগটি একটি জটিল রোগ। তবে বৈজ্ঞানিক চিকিৎসার মাধ্যমে রোগটি নির্মূল করা সম্ভব। অতিদ্রুত একজন অভিজ্ঞ ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিন।

প্রশ্ন : আমি নব-বিবাহিত। বয়স ৩১। বিয়ের বয়স প্রায় এক বৎসর। এতোদিন আমাদের দাম্পত্য জীবন ভালোই ছিল। কিন্তু বর্তমানে সে সুখে ভাটা পরেছে। কারণ বর্তমানে আমার লিঙ্গের উত্থান হচ্ছে না। অল্পতেই নিস্তেজ হয়ে পরে। সমস্যাটির সমাধান কি সম্ভব?
-রবিন। বাসাবো, ঢাকা।

উত্তর : সম্ভবত : আপনার দেহে কিছু রোগ বাসা বেঁধেছে। সে কারণে আপনার মধ্যে সমস্যাটি তৈরি হয়েছে। সমস্যাটির অবশ্যই নিরাময় সম্ভব। তাই দেরী না করে একজন অভিজ্ঞ যৌনরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।

প্রশ্ন : আমি অবিবাহিত। বয়স ৩২। আমার মাথায় ইতোমধ্যে বড় টাক পড়েছে। বিশেষজ্ঞ ডাক্তারগণ চিকিৎসা করেছেন। কিন্তু সফলতা পাইনি। আমার কি টাক সমস্যার কখনো সমাধান হবে না?
-জামাল। টিকাটুলি, ঢাকা।

উত্তর : বর্তমানে আধুনিক বৈজ্ঞানিক পিআরপি থেরাপির ম্যাধ্যমে টাক মাথায় চুল গজানো সম্ভব।

প্রশ্ন : আমি বিবাহিত। বয়স ৪১। ইতোমধ্যে আমার পেটে অনেক মেদ জমে ওজন বেড়ে গিয়েছে। আমি এ অবস্থা হতে মুক্তি চাই।
-শাহনাজ বেগম। পাঁচলাইশ, চট্টগ্রাম।

উত্তর : বর্তমানে চিকিৎসায় শুধুমাত্র খাওয়ার ওষুধের মাধ্যমে মেদ নির্মূল করা সম্ভব। এতে কোন পার্শ্বক্রিয়া নেই। তাই আর দেরী নয়।

ডা. এ কে এম মাহমুদুল হক খায়ের
ত্বক, যৌন, সেক্স ও অ্যালার্জি বিশেষজ্ঞ এবং কসমেটিক সার্জন।
সিনিয়র কনসালটেন্ট (এক্স),
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
ফোন : ০১৬৮৮৮৪৯৪৬০।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Abdur ২৩ আগস্ট, ২০২০, ৪:৫০ পিএম says : 0
রবিন, পারলে আমার ইমেইলে যোগাযোগ করুন।ভালো উপদেশ পাবেন। ইনশাআল্লাহ
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন