রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

মেসিকে প্রিমিয়ার লিগে চান ক্লপ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০২০, ১২:০০ এএম

ম্যানচেস্টার সিটি নাকি আর্থিক হিসাব মেলানো শুরু করেছে। ওদিকে প্যারিস সেন্ত জার্মেই ‘নজর’ রাখছে সার্বিক পরিস্থিতির ওপর। ইন্টার মিলান তো সেই কবে থেকেই ওঁত পেতে বসে আসে। লিওনেল মেসিকে পাওয়ার দৌড়ে এই ক্লাবগুলোর যখন এই অবস্থা, তখন অন্য অনেক ক্লাবের আবার ‘ইচ্ছা থাকলেও উপায় নেই’ অবস্থা।
তাদের মধ্যে অন্যতম লিভারপুল। ইংলিশ ক্লাবটির কোচ আর্জেন্টাইন অধিনায়ককে দলে চান, কিন্তু তার ‘প্রাইজ ট্যাগে’ চোখ বুলিয়ে বাস্তবতা বুঝতে পারছেন খুব ভালোমতো। সে কারণেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মেসিকে কেনার সামর্থ্য নেই লিভারপুলের। যদিও নিজের দলে বিশ্বের সেরা খেলোয়াড়কে টানতে না পারলেও প্রিমিয়ার লিগে মেসিকে দেখতে চান জার্মান কোচ।
সামনের মৌসুমে বার্সেলোনার জার্সি গায়ে জড়াতে চান না মেসি। ন্যু ক্যাম্প ছাড়ার সিদ্ধান্তের কথা তিনি জানিয়ে দিয়েছেন বার্সা কর্তৃপক্ষকে। এরপরই থেকেই শুরু হয়েছে মেসির সম্ভাব্য গন্তব্য নিয়ে নানা গুঞ্জন। যদিও তার ৭০০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজে অনেক ক্লাবই আটকে যাচ্ছে। লিভারপুলও জানে, এত অর্থ খরচ করে আর্জেন্টাইন সুপারস্টারকে দলে টানা তাদের পক্ষে সম্ভব নয়। মেসিকে পাওয়ার দৌড় থেকে ক্লপ নিজেদের সরে নিলেও প্রিমিয়ার লিগে তাকে দেখতে চান, আর এমনি সেটা লিভারপুলের শিরোপা প্রতিদ্ব›দ্বী ক্লাবে হলেও সমস্যা নেই তার। মেসিকে কেনার আগ্রহের ব্যাপারে লিভারপুল কোচ বলেছেন, ‘মেসিকে কারা নিজেদের দলে পেতে চাইবে না? তবে এই অঙ্কটা (মেসির বাইআউট ক্লজ) আমাদের সামর্থ্যরে বাইরে। সত্যি বলতে সে অবশ্যই দুর্দান্ত খেলোয়াড়।’
মেসিকে পাওয়ার দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে ম্যান সিটি। চেলসির নামও শোনা যাচ্ছে। ক্লপ নিজের দলে না হলেও ৩৩ বছর বয়সী ফরোয়ার্ডকে দেখতে চান ইংল্যান্ডে, ‘প্রিমিয়ার লিগের জন্য দারুণ ব্যাপার হবে, যদিও আমি ঠিক নিশ্চিত নই প্রিমিয়ার লিগকে সামনে দিকে এগিয়ে নিতে এটা (মেসিকে কিনতে) করতে হবে কিনা।’ বার্সেলোনাতেই ২০ বছর কাটিয়ে দিয়েছেন মেসি। আর কোনও ক্লাব কিংবা লিগে খেলার অভিজ্ঞতা নেই তার। ক্লপ সামনে এনেছেন এই বিষয়টিও, ‘সে কখনও অন্য কোনও লিগে খেলেনি। তাছাড়া এখানকার ফুটবলও আলাদা। আমি অন্য কোথাও তাকে খেলতে দেখতে চাই। তবে জানি না এটা হবে কিনা।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন