শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

মেসির প্রস্তাবে বার্সার ‘না’ ক্ষুব্ধ স্টইচকভ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০২০, ১২:০০ এএম

বিনা ট্রান্সফার ফিতে লিওনেল মেসির দল ছাড়ার বিষয়ে কোনো ধরনের আলোচনায় বসতে রাজি নয় বার্সেলোনা। স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানিয়েছে, উদ্ভূত সংকট নিরসনে বন্ধুত্বপূর্ণ সমাধানের জন্য আর্জেন্টাইন ফরোয়ার্ড বৈঠকের যে প্রস্তাব দিয়েছিলেন, তা প্রত্যাখ্যান কাতালান ক্লাবটি। বার্সা তাদের আগের অবস্থানে অবিচল। রিলিজ ক্লজের পুরো অর্থ (৭০০ মিলিয়ন ইউরো) বুঝে না পেলে মেসিকে ছাড়বে না তারা।
স্প্যানিশ সাংবাদিক গুইলেম বালাগও সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একই দাবি করেছেন। তিনি লিখেছেন, ‘মেসির সঙ্গে সাক্ষাৎ করতে পারে বার্সা। তবে সমঝোতার জন্য নয়। তারা বলছে, তার দল ছাড়ার জন্য খরচ পড়বে ৭০০ মিলিয়ন ইউরো, যা তার রিলিজ ক্লজ।’ আরেক স্প্যানিশ সংবাদমাধ্যম এএস এর আগে জানিয়েছিলে, আজীবনের ক্লাব বার্সেলোনার সঙ্গে আইনি লড়াইয়ে যেতে চান না মেসি। জড়াতে চান না কোনো প্রকাশ্য বিরোধে। তাই চুক্তির যে বিশেষ ধারা সক্রিয় করে বিনাম‚ল্যে ক্লাব ছাড়তে চেয়েছেন, তা নিয়ে আলোচনা করতে বোর্ড কর্তাদের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
তবে মার্কা জানিয়েছে, কেবল এক শর্তেই মেসির সঙ্গে আলোচনায় বসবে বার্সা। যদি তিনি নিজের সিদ্ধান্ত পুরোপুরি পাল্টে চুক্তি নবায়ন করতে চান, তাহলে। অবশ্য এমন কিছু ঘটার সম্ভাবনা এই মুহ‚র্তে নেই বললেই চলে। আগামীকাল থেকে নতুন কোচ রোনাল্ড কোমানের অধীনে অনুশীলন শুরু করবে বার্সেলোনা। তার আগে আজ পিসিআর পরীক্ষায় অংশ নেবে দলটির ফুটবলাররা। মেসি সেখানে যোগ দেন কিনা সেটাই এখন দেখার পালা।
তবে দলটির সেরা ফুটবলারের সঙ্গে এমন আচরণ মেনে নিতে পারছেন না কাতালান সাবেক কিংবদন্তিÍ স্ট্রাইকার রিস্টো স্টইচকভ। তিনি এতটাই ক্ষুব্ধ যে বলতে দ্বিধা করেননি- ক্লাবের ইতিহাসের সেরা খেলোয়াড়ের অর্জন মুছে ফেলার চেষ্টায় লিপ্ত খোদ বার্সাই! ২০ বছরের সম্পর্কের ইতি টেনে মেসির ন্যু ক্যাম্প ছাড়ার সিদ্ধান্তের বিষয়ে জানতে চাওয়া হলে আর্জেন্টাইন গণমাধ্যম ‘ওলে’র কাছে স্টইচকভ বলেছেন, ‘আমরা একজন কিংবদন্তিকে মুছে ফেলছি। আমরা বার্সেলোনার ইতিহাসের সেরা খেলোয়াড়কে বাজেভাবে বিদায় করে দিচ্ছি। আমরা তার নামে, তার কারিশমায় কালিমা লেপন করছি। (যেহেতু) আমি (বার্সার) একজন সদস্য, তাই আমি বলছি যে, আমরা তার গায়ে দাগ লাগাচ্ছি।’
অভিযোগের তীরটি তিনি সরাসরি নিক্ষেপ করেছেন বার্সা ও এর বর্তমান সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউয়ের দিকে, ‘আমি জানি না, যে খেলোয়াড়রা বার্সেলোনায় ইতিহাস তৈরি করে, তাদেরকে কেন সবসময় পিছনের দরজা দিয়ে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। তারা আমাদেরকে বাধা মনে করে। কারণ, আমরা তাদের কাছ থেকে সভাপতি পদ কেড়ে নিতে চাই বা এমন কিছু! আমি জানি না তাদের (মনের ভেতরে) কী ঘটে।’
গেল কয়েক বছর ধরে কী দেখা যাচ্ছে? বার্সেলোনা গণমাধ্যমে এমন সব তথ্য সরবরাহ করে যাতে মেসিকে ক্লাবের সর্বেসর্বা বলে মনে হয়। গতকাল বৃহস্পতিবার কাতালান চ্যানেল ‘টিভিথ্রি’র প্রতিবেদনে বলা হয়েছে, মেসির সঙ্গে বার্সার সম্পর্ক যেন আগামীতেও বজায় থাকে সেজন্য ক্লাবের সভাপতি পদ ছেড়ে দিতে রাজি হয়েছেন বার্তোমেউ। তবে বিস্ময়কর ও চমকপ্রদ একটা শর্ত জুড়ে দিয়েছেন তিনি- যদি মেসি ‘প্রকাশ্যে’ বলেন যে, বার্সায় তার থাকার ক্ষেত্রে ‘ম‚ল সমস্যা’ ক্লাবের সভাপতি, তবেই বার্তোমেউ দায়িত্ব থেকে সরে যাবেন! এমনটা ঘটলে আর্জেন্টাইন ফরোয়ার্ডই ক্লাব চালান বলে যারা সমালোচনা করে থাকেন, তারা যে হালে পানি পাবেন, সেটা আর আলাদা করে না বললেও চলে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (11)
Jamil Chowdhury ৩০ আগস্ট, ২০২০, ৩:৫০ এএম says : 1
দলবদল নাটক টা বন্ধ হোক,অনেক হয়েছে আর নয়!
Total Reply(0)
ইরতিযা হাসানাত ৩০ আগস্ট, ২০২০, ৩:৫১ এএম says : 2
নিজের খেলার ব্যর্থতা আড়াল করতে বষ এবার নতুন নাটক নিয়ে হাজির
Total Reply(0)
Msh Bappy ৩০ আগস্ট, ২০২০, ৩:৫১ এএম says : 2
ওরে নাটক আরো কত নাটক দেখবো বিন দেশি এলিয়েন এর।
Total Reply(0)
Mohammad Shahadat ৩০ আগস্ট, ২০২০, ৩:৫১ এএম says : 1
সিরিয়াসলি এই মেসি টপিক অার ভাল লাগছে না! মন থেকে চাই খুব তারাতাড়ি এটার একটা রফাদফা হোক।
Total Reply(0)
Rasel Munshi ৩০ আগস্ট, ২০২০, ৩:৫২ এএম says : 2
ভাড়ায় চালিত ইঞ্জিন এরা, যেখানে বেশি ভাড়া পাবে সেখানেই তাদের গন্তব্য। এতো বাড়াবাড়ি করার কি আছে বুঝলাম না।
Total Reply(0)
Rasel Munshi ৩০ আগস্ট, ২০২০, ৩:৫২ এএম says : 2
ভাড়ায় চালিত ইঞ্জিন এরা, যেখানে বেশি ভাড়া পাবে সেখানেই তাদের গন্তব্য। এতো বাড়াবাড়ি করার কি আছে বুঝলাম না।
Total Reply(0)
Md Abdul Mabud ৩০ আগস্ট, ২০২০, ৩:৫২ এএম says : 3
ফুটবল কি রোনালদো খেলেন না নাকি তিনি হা ড়ু ড়ু খেলেন ? নাকি মেসিই একা খেলেন । কিছু হলেই অবসর নয় তো ক্লাব ছেড়ে দেবেন।
Total Reply(0)
Polash ৩০ আগস্ট, ২০২০, ৯:৫৭ এএম says : 0
বার্সেলোনা চায়, মেসিকে আর একবছর রেখে চুষে খেতে, তারপর গেলে চলে যাক এরকম একটা কিছু. বেচারা মেসি, যে ক্লাব কে এতো কিছু দিলো সেই ক্লাব ই মেসির সিদ্ধান্ত কে সম্মান না দিয়ে অনেকটা বিরোধীদলের মতো আচরণ করছে, আপনারা জানলে অবাক হবেন , মেসিই একমাত্র প্লেয়ার যার জার্সি সবচেয়ে বিক্রিত জার্সি বছরে 200 মিলিয়ন ইজিলি ইনকাম করে ক্লাব শুধু জার্সি বিক্রি করে, মেসিকে বসিয়ে রাখলেও অনেক ইনকাম করা যায় এক মেসির নাম ভাংগিয়ে,
Total Reply(0)
Barcolonar pichone akta gurutoro bekhti kaj kortache.. Jate kore messi jno samoner dike agote na pare amr mone hoi... Dui char year por dekhben ta prokash hoiche... Asole muloto messir ceriyer nosto korar porikolpona ader... Messir uchit club cere deowa... Akane takhle vlo kicu orjon korte parbe na are.... Love you messi... Rmi jekhane amra sekhale....❤❤❤❤
Total Reply(0)
সিদ্দিক ৩০ আগস্ট, ২০২০, ১০:৩২ পিএম says : 0
আমি খুব বেশি কক্ট পাইছি বার্সেলোনা ছাড়ার খবর শুনে আসা করি মেছি এই বার্সেলোনার হয়ে খেলবে i love messi and Argentina good luck always
Total Reply(0)
সিদ্দিক ৩০ আগস্ট, ২০২০, ১০:৩২ পিএম says : 0
আমি খুব বেশি কক্ট পাইছি বার্সেলোনা ছাড়ার খবর শুনে আসা করি মেছি এই বার্সেলোনার হয়ে খেলবে i love messi and Argentina good luck always
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন