বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

রেকর্ড গড়েও হারল পাকিস্তান

কোহলিকে ছাড়িয়ে বাবর

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

করোনাভাইরাসের মধ্যেই ইংল্যান্ড সফর করছে পাকিস্তান। কিন্তু এই সফরটা এক্কেবারে ভালো যাচ্ছে না সফরকারী দলের। প্রথম টেস্ট হারের পর দুটি টেস্ট বৃষ্টি তাদের বাঁচিয়ে দেয়। প্রথম টি-টোয়েন্টিও বৃষ্টির কারনে ফল আসেনি। তবে দ্বিতীয় টি২০ ১৯৬ রানের পুঁজিটাও যথেষ্ট হলো না পাকিস্তানের। অধিনায়ক এউইন মরগ্যান ও ডেভিড মালানের ঝড়ে টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ রান তাড়া করে জয় তুলে নিল ইংল্যান্ড। গতপরশু ম্যানচেস্টারে বাবর আজমের দলকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিক ইংল্যান্ড।
ওল্ড ট্র্যাফোর্ডে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল মরগ্যানের দল। বাবর আজম ও মোহাম্মদ হাফিজের ব্যাটে ভর করে ৪ উইকেটে ১৯৫ রানের বিশাল স্কোর গড়ে পাকিস্তান। ইংল্যান্ডের বিপক্ষে যা দলটির সর্বোচ্চ। কিন্তু এই রানও ৫ বল হাতে রেখে পেরিয়ে যায় ইংলিশরা। সব মিলে এটি দলটির তৃতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়।
১৯৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনার টম ব্যানটন ও জনি বেয়ারস্টো ভালো শুরু এনে দেন দলকে। ৬.২ ওভারে ৬৬ রান যোগ করেন এই দুজন। সপ্তম ওভারে পর পর দুই বলে দুজনকেই ফেরান শাদাব খান। ব্যানটন ১৬ বলে ২০ ও বেয়ারস্টো ২৪ বলে ৪৪ রান করেন।
তবে এই ম্যাচে ভারতের অধিনায়ক বিরাট কোহলির ব্যাক্তিগত দুটি মাইলফলক পেরিয়ে গেছেন বাবর। ১৩তম ওভারে আউট হওয়ার আগে ৪৪ বলে ৫৬ রান করেন বাবর। এতে এদিন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫০০ রানের মাইলফলক ছুঁয়ে আরও ২৭ রান বেশি করেন বাবর। রেকর্ড বলছে, টি-টোয়েন্টিতে দ্রুততম দেড় হাজার রানের মালিক এখন বাবর আজম। বাবরের আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ১৫০০ রানে পৌঁছুতে পেরেছিলেন মাত্র দুজন। তারা হলেন- ভারতের বিরাট কোহলি ও অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ।
দ্বিতীয়ত গড়ের দিক থেকেও কোহলিকে পেছনে ফেলেছেন বাবর আজম। টি-টোয়েন্টিতে অন্তত ৫০০ রান করা ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ গড় এখন বাবরের। ৪০ ম্যাচে ৫০.৯০ গড়ে ১৫২৭ রান রয়েছে তার নামের পাশে। এতদিন ধরে ৫০.৮০ গড়ে ২৭৯৪ রান করে রেকর্ডটি নিজের করে রেখেছিলেন কোহলি।
তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল ইংল্যান্ড। প্রথম ম্যাচ বৃষ্টিতে পন্ড হয়েছিল। আজ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন