বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ব্রিটিশ টিয়ার গানে মাতল সোশ্যাল মিডিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০২০, ৫:৪১ পিএম

মার্কিন গায়িকা বিয়ন্সের একটি জনপ্রিয় গান গেয়ে আলোড়ন তুলে ফেলেছে ‘চিকো’ নামের ৯ বছর বয়সী একটি টিয়া পাখি। গানটি এত সুন্দরভাবে গেয়েছে সে, যে তা শুনে সেখানে উপস্থিত দর্শকরা তো মুগ্ধ হয়েছেনই, সেই ভিডিও প্রকাশের পর সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।

ব্রিটেনের লিঙ্কনশায়ার ওয়াইল্ড লাইফ পার্কে থাকে চিকো। ৯ বছরের চিকো একটি টিয়া। তার মাথায় রয়েছে হলুদ রঙের ছোপ। তার গান করার প্রতিভায় মুগ্ধ হয়ে তার খাঁচার সামনে ভিড় করেন অগণিত মানুষ। পার্কের ফেসবুক পেজ থেকে সম্প্রতি শেয়ার করা হয়েছে চিকোর গান গায়ার ভিডিও। ‘ইফ আই ওয়ার এ বয়’ গানটি গেয়েছে সে। যার বাংলা অর্থ দাঁড়ায়, ‘যদি আমি ছেলে হতাম’। ২০০৮ সালে বিয়ন্সের এই গানটি প্রকাশিত হয়েছিল। বেরনোর পর বিপুল হিট হয়েছিল সেই গান।

লিংকনশায়ার ওয়াইল্ডলাইফ পার্ক জানিয়েছে, ১৮ মাস আগে পার্কে আগত পাখিটি লেডি গাগার ‘পোকার ফেস’, ক্যাটি পেরির ‘ফায়ারওয়ার্ক’ এবং জ্যানারলসের ‘ইউ ড্রাইভ মি ক্রেজি’সহ অন্যান্য পপ সংগীতও গাইতে পারে। সূত্র: সিএনএন। গানটির ভিডিও লিংক

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন