শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

এবার ঘরোয়া ক্রিকেট ফিরছে পাকিস্তানে

নভেম্বরে পিএসএলের বাকি ম্যাচ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

করোনাভাইরাস মহামারিতে স্থবিরতা কাটিয়ে ইংল্যান্ড সফর দিয়ে পাকিস্তান আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে এরমধ্যেই। ইংল্যান্ড আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে ফিরিয়েছে কাউন্টি ক্রিকেটও। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) ঘরের মাঠে ক্রিকেট ফেরাতে যাচ্ছে। মহামারির ধকল সামলানোর মধ্যেই তিন সংস্করণের ঘরোয়া ক্রিকেট চালু করার ঊচি দিয়েছে তারা।
গতকালই পিসিবি জানায়, ২০২০-২১ মৌসুমের জাতীয় টি-২০ কাপ, ওয়ানডে কাপ ও প্রথম শ্রেণীর আসর শুরু হবে ধাপে ধাপে। ৩০ সেপ্টেম্বর থেকে টি-২০ আসর দিয়েই শুরু হবে তাদের ঘরোয়া ক্যালেন্ডার। মুলতান ও রাওয়ালপিন্ডিতে তা চলবে ১৮ অক্টোবর পর্যন্ত। লাহোর, মুরিদেক ও শেখপুরায় অনূর্ধ্ব-১৯ পর্যায়ের ওয়ানডে টুর্নামেন্ট হবে ১৩ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত। করোনার থাবায় ফ্রাঞ্চাইজি টি-২০ আসর পাকিস্তান সুপার লিগের সেমিফাইনাল ও ফাইনাল বাকি ছিল। নভেম্বরে তা শেষ করার সূচি আগেই দেওয়া হয়েছে। এছাড়া পিএসএলের নতুন আসরের সময়সূচীও জানিয়ে দেওয়া হয়েছে। জানুয়ারিতে পাকিস্তান ওয়ানডে কাপ শেষ হওয়ার পরই শুরু হবে পিএসএলের নতুন আসর। এর মাঝেই পাকিস্তানের প্রথম শ্রেণীর নতুন মৌসুম শুরু হবে নভেম্বরে। চারদিনের আসরের শুরুর তারিখ ধরা হয়েছে ২৫ অক্টোবর। টুর্নামেন্টটির পাঁচ দিনের ফাইনাল ম্যাচ হবে ১ জানুয়ারি। কোভিড-১৯ ভাইরাসের কারণে ভ্রমণ সীমাবদ্ধতা থাকায় এবার কায়েদ-ই আজম ট্রফির পুরো আসরই হবে করাচিতে। পিসিবির হাই পারফরম্যান্স ইউনিটের পরিচালক নাদীম খান জানান প্রতিকূল অবস্থায় দেশের ক্রিকেট ফেরাতে পেরে স্বস্তিতে তারা, ‘কোভিড-১৯ এর কারণে তৈরি হওয়া অনিশ্চিত পরিস্থিতির মধ্যেও আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমরা আমাদের ঘরোয়া ক্রিকেটের জন্য সময় বের করতে পেরেছি। এটা খুব চ্যালেঞ্জিং ছিল কিন্তু আমাদের ঘরোয়া ক্রিকেটের মান ধরে রাখতে ভীষণ দরকারিও ছিল। খেলার সংখ্যা বেড়ে যাওয়া নতুন মেধাবি খেলোয়াড়দের জন্য কেবল নিজেদের চেনানোর সুযোগই না, আয়েরও নিশ্চয়তা দিবে। ঘরোয়া ক্রিকেট ফেরাতে যেটা আমরা সবচেয়ে গুরুত্ব দিয়েছি।’ করোনাভাইরাসে পাকিস্তানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯৭ হাজার ৫১২ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬ হাজার ৩৩৫ জনের।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন