পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, এই সরকার সাধারণ সরকার নয় দেশ উন্নয়নের সরকার। এই সরকার প্রধানের সাথে কাজ করি মনে আনন্দ পাই, গর্ব বোধ করি। সরকার প্রধান তার পিতার মতো সাধাসিদে, বঙ্গবন্ধু সাদাসিদে চলতে ফিরতে পছন্দ করতেন।
গতকাল জেলা শিল্পকলা একাডেমি মিলয়াতনে সুনামগঞ্জ জেলা রিপোর্টাস ইউনিটির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লতিফুর রাজুর সভাপতিত্বে ও এমরানুল হক চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় পরিকল্পনামন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে হবে এবং ষড়যন্ত্রকারীরা শেখ হাসিনার উন্নয়ন বাধাগ্রস্ত করতে না পারে সেই লক্ষে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এর আগে সুনামগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে সার্কিট হাউসে ২৯ জন সাংবাদিকদের আর্থিক প্রনোদনা চেক বিতরণী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার মিডিয়া বান্ধব। দেশের করোনার সময়ে জনগণের পাশাপাশি সকল গণমাধ্যম কর্মীর খোঁজ খবর রাখছেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন রতন, জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ এ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিছবাহ, সংসদ সদস্য জয়াসেন গুপ্তা, সংরক্ষিত আসনের এমপি শামীমা শাহারিয়া, আওয়ামী লীগ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ সুনামগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ সভাপতি নুরুল হুদা মুকুট, সুনামগঞ্জ জেলা প্রশাসক আব্দুল আহাদ, পুলিশ সুপার মিজানুর রহমান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন