শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

চট্টগ্রামে শনাক্তের হার ৭ শতাংশ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

চট্টগ্রামে আরও এক হাজার তিন জনের নমুনা পরীক্ষা করে ৭১ জনের করোনা সংক্রমণ পাওয়া গেছে। শনাক্তের হার সাত শতাংশ। গতকাল সোমবার পর্যন্ত ৮৪ হাজার ২২২ জনের নমুনা পরীক্ষা করা হয়। করোনা শনাক্ত হয়েছে ১৭ হাজার ৫১৬ জনের। শুরু থেকে এ পর্যন্ত শনাক্তের হার ২০ শতাংশ হলেও গত কয়েকদিনে এ হার ১০ এর নিচে নেমে এসেছে।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে সংক্রমণ কমছে। গত ২৪ ঘণ্টায় আরও একজনসহ এ পর্যন্ত মারা গেছেন ২৭৬ জন। একদিনে ১৯৩ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ হাজার ৪০৭ জন। সুস্থতার হার ৭৬ শতাংশ। হাসপাতালে ভর্তি আছেন ১২৮ জন এবং বাসায় আইসোলেশনে আছেন ৬৬২ জন। এদিকে বিদেশগামী আট হাজার ৩৪১ জনের নমুনা পরীক্ষা করে ২৬১ জনের সংক্রমণ পাওয়া গেছে। শনাক্তের হার তিন শতাংশ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন