মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ফিল্ম ইন্ডাস্ট্রিকে নর্দমার সঙ্গে তুলনা করা হচ্ছে: জয়া বচ্চন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ১২:৪০ পিএম

গেল কয়েকমাস ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে বিতর্কে তুঙ্গে। সুশান্তের মৃত্যুতে নেপোটিজম কিংবা ফেভারিটিজম, মুভি মাফিয়া এবং মাদক নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়ে অনেকেই মুখ খুলেছেন। এবার ফিল্ম ইন্ডাস্ট্রির সম্মানহানি নিয়ে সরব হলেন বর্ষীয়ান অভিনেত্রী ও রাজ্যসভার সাংসদ জয়া বচ্চন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে জিরো আওয়ারে রাজ্যসভায় ফিল্ম ইন্ডাস্ট্রির চলমান সঙ্কট নিয়ে কথা বলার অনুমতি চেয়েছিলেন সমাজতন্ত্র পার্টির সাংসদ জয়া বচ্চন। পরে তাকে কথা বলার অনুমতি দেন উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু।

জয়া বচ্চন বলেন, 'দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রিতে সঙ্কট চলছে। এমন পরিস্থিতিতে বিনোদন জগতের বদনামের চেষ্টা করা হচ্ছে। লাখ লাখ মানুষ এই পেশার সঙ্গে যুক্ত। এমনকি প্রতি বছরই সর্বোচ্চ করদাতাদের তালিকায় প্রথম সারিতে বিনোদন জগতের মানুষরাই থাকেন। শুধু তাই নয়, দেশের নানা রকমের বিপর্যয়ে সরকারের পাশে দাঁড়ান তারা। অথচ কিনা এই সংকটের সময় কয়েকজন মানুষের জন্য গোটা বিনোদন জগতকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। ফিল্ম ইন্ডাস্ট্রিকে নর্দমার সঙ্গে তুলনা করা হচ্ছে।'

জয়া অভিযোগ এনে আরও বলেন, দেশের সাধারণ মানুষের নজর অন্যদিকে প্রভাবিত করতেই এমনটা করা হচ্ছে। খুব শিগগিরই এর বিরুদ্ধে সরকারের পদক্ষেপ গ্রহন করা উচিত। ইন্ডাস্ট্রির দুর্দিনে সরকারের উচিত তাদের পাশে দাঁড়ানো। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দোষারোপের পালা বন্ধ হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন অমিতাভ পত্মী জয়া বচ্চন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন