শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

অ্যাটর্নি জেনারেলের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকের ছায়া

শাহেদ নুর | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০২০, ১:০৬ পিএম

রোববার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন ও ব্যক্তিবর্গ। প্রবীন এই আইনজীবির মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেমে এসেছে শোকের ছায়া।

নুরনবী সিদ্দিক সুয়িন তার ফেইসবুকে লিখেন, ‘আমরা শোকাহত। বাংলাদেশের আইন অঙ্গনের জ্যোতির্ময় নক্ষত্র, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা বিজ্ঞ অ্যাটনি জেনারেল জনাব মাহবুবে আলম করোনাভাইরাসে আজ সন্ধ্যায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি, বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’

সাংবাদিক সমিরণ রায় লিখেন, ‘বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ও সিনিয়র আইনজীবী মাহবুবে আলম এর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করছি।’

মাহবুবে আলমের জন্য দোয়া প্রার্থনা করে জয়নাল আবেদিন লিখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মহান আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন।’

দুঃখ প্রকাশ করে মুহাম্মদ মহিউদ্দিন লিখেন, ‘প্রথিতযশা আইনজীবী, বিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল জনাব মাহবুবে আলম ২৭ সেপ্টেম্বর ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। আমার সৌভাগ্য হয়েছিল দেশের সর্বোচ্চ আইনকর্তার সান্নিধ্যে আসার। কোকেন চোরাচালান মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে তাঁর দিকনির্দেশনায় মামলাটি নিখুঁত তদন্তে সাহচর্য পেয়েছি। আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের মাফিয়াদের বিরুদ্ধে লড়তে গিয়ে মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে আপীল বিভাগের ফুল বেঞ্চে বেশ ক'বার মামলাটির তদন্তের অগ্রগতি ব্যাখ্যা করতে হয়েছে। সে সময় অ্যাটর্নি জেনারেল স্যারের টিপসগুলো আজীবন স্মরণ থাকবে। আল্লাহর কাছে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ নিশ্চয়ই তাঁকে উত্তম জান্নাত দান করবেন।’

এনামুল হক লিখেন, ‘শোক সংবাদ। আমাদের শ্রদ্ধাভাজন বাংলাদেশের আ্যটর্নি জেনারেল মাহাবুব আলম স্যার মৃত্যুবরণ করেছেন। আল্লাহ স্যারকে জান্নাত বাসী করুন, আমিন।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন