শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পুঠিয়ায় জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে কার্ড বাতিলের অভিযোগ

পুঠিয়া (রাজশাহী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০২০, ৯:৪৯ এএম

১০টাকা কেজি চালের কার্ডের জন্য একই গ্রামের দুই ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে তাদের স্থলে অন্য ব্যক্তিকে কার্ড করে দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার সদর ইউনিয়নের বারইপাড়া গ্রামের এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে স্থানীয় গ্রামবাসীদের মধ্যে চলছে আলোচনা সমালোচনা। জীবিত যে দুই ব্যক্তিকে মৃত দেখানো হয়েছে তারা হলেন, সদর ইউনিয়নের বারইপাড়া গ্রামের আকতার হোসেনের ছেলে মাসুদ রানা ও একই গ্রামের মোবারক হোসেনের স্ত্রী মামতাজ বেগম। এছাড়াও সদর ইউনিয়নের অন্যান্য গ্রামের একই অবস্থা বলে জানাগেছে। এ বিষয়ে ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন। ভুক্তভোগীরা জানান, আমরা গরীব দিনমজুর। আমদের তেমন কোন আয় রোজগার নাই। উপজেলা খাদ্য অফিস থেকে আমাদের ১০টাকা কেজি চালের কার্ড দেওয়া হয়। যার নম্বর- ৮৯৯ ও ৯৭৫। যা দিয়ে প্রায় পাঁচ বছর থেকে চাল কিনতাম। সম্প্রতি ডিলারের কাছে চাল কিনতে গেলে জানতে পারি যে আমাদেরকে মৃত দেখিয়ে আমার কার্ডটি অন্য কাউকে দেয়া হয়েছে। কার্ডটি বহাল রাখার জন্য উপজেলা নির্বাহী অফিসারের বরাবর আমরা আবেদন করেছি। এছাড়াও যারা এ অনৈতিক কাজের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি তাদের। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাস, পিএএ বলেন, খোঁজখবর নিয়ে দেখা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন