নতুন একটি বিজ্ঞাপনের মডেল হয়েছেন চিত্রনায়িকা আইরিন। ‘সিনিয়ার কেয়ার সিনিয়ার সিটিজেন হাসপাতাল’ নামে বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন রাজীব রসূল। শুধুমাত্র অনলাইনে প্রচারের জন্য বিজ্ঞাপনটি নির্মিত হয়েছে বলে জানান আইরিন। আইরিন বলেন, ‘এর আগে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছি। তবে এবারই প্রথম কোন হাসপাতালের বিজ্ঞাপনে মডেল হয়েছি। ভীষণ ভালো লাগছে যে, এই হাসপাতালটি দেশের সিনিয়র সিটিজেনদের অগ্রাধিকার দিয়ে তাদের সুচিকিৎসা দিবে। দেশে এই ধরনের হাসপাতাল খুব সম্ভবত এটাই প্রথম। সেদিক বিবেচনায় আমি নিজেও একটি ইতিহাসের সাথে সম্পৃক্ত হলাম। এতে মডেল হিসেবে কাজ করে আমার মনে হচ্ছে যে, একটি দায়িত্বশীল কাজ করেছি। কারণ আমাদের দেশে সিনিয়র সিটিজেনদের গুরুত্ব দিয়ে আলাদাভাবে তেমন কিছুই করা হয়না। একটি হাসপাতালতো অন্তত: দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে।’ এদিকে আইরিন অভিনীত অরণ্য পলাশ পরিচালিত ‘গন্তব্য’, বুলবুল জিলানী পরিচালিত ‘রৌদ্রছায়া’ ও রাজা দীপ্ত ব্যানার্জি পরিচালিত ‘শিবারাত্রি’ নামে তিনটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হলো হারুনুজ্জামান পরিচালিত ‘পদ্মার প্রেম’। এক সময় টিভি নাটকে অভিনয় করলেও এখন আর টিভি নাটকে অভিনয় করেন না তিনি। সিনেমাতে নায়িকা হিসেবে যাত্রা শুরুর পর থেকে তিনি সিনেমাতেই অভিনয় করছেন নিয়মিত। তার মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো হচ্ছে ‘টাইম মেশিন’,‘ ইউটার্ন’, ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’, ‘এক পৃথিবী প্রেম’, ‘মায়াবিনী’ ইত্যাদি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন