শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

নতুন দুই সিনেমায় আইরিন

বিনোদন রিপোর্ট : | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০২১, ১২:০৭ এএম

নতুন দুই চলচ্চিত্রে কাজ করছেন চিত্রনায়িকা আইরিন। সিনেমা দুটি হচ্ছে চৈত্র দুপুর এবং হৃদ মাজারে তুমি। প্রথম সিনেমাটি পরিচালনা করবেন জেসমনি আক্তার নদী। দ্বিতীয়টি নির্মাণ করবেন মোস্তাফিজুর রহমান বাবু। দুটি সিনেমাতেই আইরিন দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। আইরিন বলেন, ‘নতুন দুটি সিনেমার কাজ শুরু করেছি। তবে করোনার প্রভাব যেভাবে বাড়তে শুরু করেছে তাতে জানিনা কবে এই দুটো সিনেমার কাজ শেষ হবে। তবে যেহেতু কাজ শুরু করেছি, কাজ শেষ হবে ইনশাআল্লাহ। সিনেমা দুটি নিয়ে অমি আশাবাদী। এদিকে আইরিন অভিনীত বুলবুল জিলানী পরিচালিত ‘রৌদ্র ছায়া’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। গত ১৯ মার্চ মুক্তি পায় আইরিন অভিনীত অরন্য পলাশ পরিচালিত ‘গন্তব্য’ সিনেমাটি। আইরিন বলেন, ‘গন্তব্য মুক্তিযুদ্ধের গল্পর উপর নির্মিত সিনেমা। এতে আমার সহশিল্পী ছিলেন ফেরদৌস ভাই। করোনা না থাকলে এই সিনেমাটি দেখতে হলে আরো অনেক দর্শক যেতেন। এদিকে আইরিন নতুন দুটি বিজ্ঞাপনের কাজ শেষ করেছেন। তার প্রথম সিনেমা ছিলো আরিফিন শুভর বিপরীতে দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘ভালোবাসা জিন্দাবাদ’। পরবর্তীতে টাইম মেশিন, ইউটার্ন, ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’, ‘এক পৃথিবী প্রেম’, ‘মায়াবিনী’ মুক্তি পায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন