শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ছোট পর্দায় কাজ করতে আগ্রহী আইরিন

প্রকাশের সময় : ৭ জুলাই, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ১২:০৯ এএম, ৭ জুলাই, ২০১৭

অভি মঈনুদ্দীন ঃ চিত্রনায়িকা আইরিন অভিনীত নতুন তিনটি চলচ্চিত্র প্রায় শেষেরই পথে। চলচ্চিত্র তিনটি হচ্ছে বুলবুল জিলানীর ‘রৌদ্রছায়া’, অরণ্য পলাশের ‘গন্তব্য’ এবং শফিকুল ইসলামের ‘ভোলা’। আইরিন জানান, বুলবুল জিলানীর ‘রৌদ্রছায়া’ চলচ্চিত্রের দুটি গান, দুটি দৃশ্য, অরণ্য পলাশের ‘গন্তব্য’র একটি গান এবং শফিকুল ইসলামের ‘ভোলা’র প্রায় ত্রিশ ভাগ কাজ বাকী আছে। এদিকে হারুনুজ্জামানের নির্দেশনায় নতুন আরেকটি চলচ্চিত্রে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন আইরিন। তবে এই সময়ে এসে আইরিন ছোটপর্দায় কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। উল্লেখ্য, ছোটপর্দায় আইরিন প্রথম অভিনয় করেন আফসানা মিমি পরিচালিত ‘পৌষ ফাগুণের পালা’ ধারাবাহিক নাটকে। আইরিন বলেন, ‘এত দিন শুধুমাত্র চলচ্চিত্রের কথা ভেবেই ছোটপর্দায় কাজ করিনি। কিন্তু আমি ভালো গল্প পেলে এবং নির্মাতা দক্ষ হলে কাজ করতে পারি। তবে সেটা যে খুব বেশি নিয়মিত তা নয়। বিশেষ বিশেষ দিবসে একটি বা দুটি কাজ করতে পারি। আমার শূটিং চলতি চলচ্চিত্রগুলো নিয়ে আমি দারুণ আশাবাদী। কারণ প্রতিটি চলচ্চিত্রের গল্প এবং চরিত্র আমার অনেক পছন্দের।’ এদিকে আইরিন অভিনীত অহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত ‘শেষ কথা’ চলচ্চিত্রটি সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে। ডাবিং শেষ করেছেন সাইফ চন্দনের নির্দেশনায় ‘টার্গেট’ চলচ্চিত্রের। চিত্রনায়ক আরজু ও আইরিন অভিনীত গাজীউর রহমান পরিচালিত ‘এই তুমি সেই তুমি’ চলচ্চিত্রটি রয়েছে মুক্তির অপেক্ষায়। ঈদের আগে সৈকত নাসিরের নির্দেশনায় আইরিন কাজী শুভ’র ‘বউ এনে দে’ গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন