শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

অর্ধডজন সিনেমায় আইরিন

| প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা আইরিনের হাতে এখন অর্ধডজন সিনেমা রয়েছে। এরমধ্যে কয়েকটি সিনেমা সেন্সর সার্টিফিকেট পেয়েছে, কয়েকটি সিনেমার শুটিং চলছে, কয়েকটি মুক্তির অপেক্ষায় রয়েছে। একেবারেই নতুন শুটিং শুরু হওয়া সিনেমার মধ্যে রয়েছে পলাশের ‘গন্তব্য’। এতে আইরিনের বিপরীতে আছেন চিত্রনায়ক ফেরদৌস। এরইমধ্যে সিনেমাটির আশি ভাগ শুটিং সম্পন্ন হয়েছে মানিকগঞ্জে। এছাড়া আকাশ আচার্য্য পরিচালিত ‘মায়াবিনী’ ও গাজীউর রহমান পরিচালিত ‘এই তুমি সেই তুমি’ সেন্সর সার্টিফিকেট লাভ করেছে। শুটিং শেষ হয়েছে সাইফ চন্দনের ‘টার্গেট’ ও ওয়াহিদুজ্জামান ডায়ম-ের ‘শেষ কথা’। এদিকে এস এ হক অলিক পরিচালিত ‘এক পৃথিবী প্রেম’ সিনেমাটি ২৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে। এতে আইরিন অভিনয়ের সুযোগ পেয়েছেন সৈয়দ হাসান ইমাম, এটিএম শামসুজ্জামান, আবুল হায়াত, আমিরুল হক চৌধুরী ও শর্মিলী আহমেদ’র মতো গুণী শিল্পীদের সঙ্গে। আইরিন বলেন, ‘বেশ কয়েকটি সিনেমা মুক্তির প্রস্তুতি নিচ্ছে। ভাবতে ভালো লাগছে আমার অভিনীত সবগুলো সিনেমারই গল্প খুব ভালো। আমিও অভিনয় করে বেশ তৃপ্ত। প্রতিটি সিনেমায় নিজেকে আলাদাভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। তবে এই মুহূর্তে আমার ভাবনাজুড়ে রয়েছে এক পৃথিবী প্রেম। এতে আমি পৃথিবী চরিত্রে অভিনয় করেছি। অলিক ভাইয়ের প্রতি কৃতজ্ঞ যে তিনি আমাকে খুব চ্যালেঞ্জিং একটি চরিত্রে কাজ করার সুযোগ করে দিয়েছেন। আমার ক্যারিয়ারের জন্য এই সিনেমাটি অনেক বড় একটি চ্যালেঞ্জ।’ আইরিন অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো হচ্ছে দেবাশীষ বিশ্বাসের ‘ভালোবাসা জিন্দাবাদ’, আলভী আহমেদ’র ‘ইউটার্ন’ ও সাইফ চন্দনের ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’।
ছবি : আইরিন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন