শিগগিরই দ্বিতীয়বারের জন্য মা হতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। সম্প্রতি ‘লাল সিং চাড্ডা’ শুটিং শেষ করে কিছুটা বিরতিতে রয়েছেন তিনি। আর এরই মাঝে মা ববিতা কাপুরের সাথে সময় কাটতে দেখা গেল এই নায়িকাকে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে, অন্তঃসত্ত্বা কারিনার কপালে মালিশ করছেন ববিতা কাপুর। আর সেই আদর মনের আনন্দে গ্রহণ করছেন মেয়ে। এমন ভালোবাসায় ঘেরা ছবিটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, মায়ের হাতের মালিশ।
বলিপাড়ার এ নায়িকা মায়ের ১০০ শতাংশ ভালোবাসা বুঝানোর জন্য কিছু ইমোজিও ব্যবহার করেছেন।
কারিনা বর্তমানে ৬ মাসের অন্তঃসত্ত্বা। গত আগস্টেই কারিনা-সাইফ আলি খান বাবা-মা হতে যাওয়ার বিষয়টি ঘোষণা করেন। তখন জানিয়েছিলেন, আমাদের পরিবারে দ্বিতীয় সদস্য আসার কথা সবাইকে জানাতে পেরে খুবই উচ্ছ্বসিত আমরা। সকল শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানাই তাদের ভালোবাসা এবং আমাদের পাশে থাকার জন্য।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন