ফুরফুরে মেজাজে আছেন বলিউড সুপার স্টার কারিনা কাপুর। আর কদিন বাদেই দ্বিতীয়বারের জন্য মা হতে যাচ্ছেন তিনি। সম্প্রতি ‘লাল সিং চাড্ডা’ শুটিং শেষ করে কিছুটা বিরতিতে রয়েছেন তিনি। আর এরই মাঝে মা ববিতা কাপুরের সাথে সময় কাটতে দেখা গেল এই নায়িকাকে।
ভারতীয় গণমাধ্যম বলছে, প্রাক-দীপাবলি পার্টি উপলক্ষ্যে করণ জোহরের বাড়িতে হাজির হয়েছিলেন করিনা। করণের বাড়ির দীপাবলি পার্টিতে হাজির হলেও, এবার আলোর উৎসবে মুম্বইতে থাকছেন না করিনা কাপুর খান।
সূত্রের খবর, ভূত পুলিসের শ্যুটিংয়ের জন্য বর্তমানে হিমাচল প্রদেশে রয়েছেন সইফ আলি খান। সেই কারণে এবার দীপাবলি উপলক্ষে করিনা কাপুর খান এবং তৈমুরও যাচ্ছেন হিমাচলে। ধরমশালায় পাহাড়ের কোলে বসে আলোর উৎসব কাটাবেন সইফ-করিনা এবং তৈমুর।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন