শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা
সোনামসজিদ সীমান্তে ১০১২ বোতল ফেনসিডিল ও ট্রাকসহ ট্রাকের চালক শহিদুল ইসলাম (৩৫)-কে আটক করেছে বিজিবি। আটককৃত ট্রাক চালক রাজশাহীর পবা উপজেলার হরিপুর টেংরামারি গ্রামের জাহিদুর ইসলামের ছেলে। চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আবুল এহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার সকাল সোয়া ৬টার দিকে সুবেদার আবু তাহেরের নেতৃত্বে সোনামসজিদ বিওপি’র একটি টহল দল সোনামসজিদ স্থলবন্দরগামী (ঢাকা মেট্রো-ট-১১-০৫৪৭) একটি ট্রাকে তল্লাশী চালিয়ে কেবিনের ভিতর বস্তার মধ্য রাখা ১০১২ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এসময় ট্রাকের চালক শহিদুল ইসলামকে আটক করা হয়। এঘটনায় শিবগঞ্জ থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন