শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

দুই বছর পর মামলা ৪ চিকিৎসকের বিরুদ্ধে

কিডনি গায়েব

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

এক কিডনির বদলে, দুটি কিডনি অপসারণে রোগী মৃত্যুর ঘটনার দুই বছর পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইউরোলোজি বিভাগের অধ্যাপক হাবিবুর রহমান দুলালসহ চার চিকিৎসকের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। গতকাল ভুক্তভোগীর সন্তান চলচ্চিত্র পরিচালক রফিক শিকদার বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলা নং ৪৩। বিষয়টি দৈনিক ইনকিলাবকে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ওসি মো. মামুন অর রশিদ।
আসামিরা হলেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাবিবুর রহমান দুলাল, সহকারী অধ্যাপক ফারুখ হোসেন, ডা. মোস্তফা কামাল ও ডা. আল মামুন।

মামলার বাদী জানান, এক কিডনিতে সংক্রমণ নিয়ে ২০১৮ সালের ১ জুলাই মা রওশন আরাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করান। চিকিৎসা শেষে বাড়িতে পাঠানোর কিছুদিন পর ফের হাসপাতালে ডেকে জানানো হয় মায়ের বাম কিডনি ফেলে দিতে হবে। পরে ওই বছরের ৫ সেপ্টেম্বর অস্ত্রোপচারের পর কিডনিটি ফেলে দেয়া হয়। পরে অন্য একটি হাসপাতালে পরীক্ষা করে জানতে পারেন রোগীর ডানপাশের কিডনিও ফেলে দেয়া হয়েছে। যদিও সেসময় অভিযুক্ত চিকিৎসক জানান, অন্য কিডনিটি কাজ করছে না। এ ঘটনার দুই বছর পর শুক্রবার অবশেষে হত্যা মামলা হলো।

বাদীর অভিযোগ, পরিকল্পিতভাবে কিডনি কেটে নিয়েছেন অভিযুক্তরা। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন নিহতের স্বজনরা। এদিকে এই ঘটনার ময়নাতদন্তের রিপোর্ট পেতেও দুই বছর সময় লেগেছে ভুক্তভোগীদের। এর আগে দুই বছর ঘুরেও মামলা করতে পারেননি তারা।

মামলার বাদি ও নিহতের ছেলে রফিক শিকদার বলেন, ইচ্ছাকৃতভাবেই তিনি কিডনী সরিয়ে ফেলেছেন। যেহেতু তিনি কিডনী প্রতিস্থাপনকারী ডাক্তার। জোরালো তদন্ত হলেই এই সত্যটা বেরিয়ে আসবে।
শহবাগ থানার ওসি মো. মামুন অর রশিদ বলেন, হত্যা মামলা হয়েছে। পোস্টমর্টাম এবং বাদীর অভিযোগ সবকিছু পর্যালোচনা করেই এই মামলা করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন