শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কুবিতে চূড়ান্ত পরীক্ষা নেয়ার দাবিতে প্রশাসনিক ভবনে তালা

কুবি সংবাদদাতা | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০২০, ৪:৫৪ পিএম

করোনা ভাইরাসে কারণে বন্ধ হয়ে যাওয়া চূড়ান্ত পরীক্ষা নেয়ার দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়ে আন্দোলন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। বুধবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মুখে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীরা ‘খুলছে সিনেমার হল, বন্ধ কেন পরীক্ষার হল’, ‘হাট-বাজারে মানুষের ঢল, বন্ধ কেন পরীক্ষার হল’ এধরনের স্লোগান দেন। আন্দোলনে বাংলা বিভাগের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফয়সাল হাবিব বলেন, বাংলাদেশে হাটবাজার থেকে শুরু করে সবকিছু খোলা এমনকি নিয়োগ পরীক্ষাও হচ্ছে তাহলে আমাদের স্নাতকের চূড়ান্ত পরীক্ষাগুলো নিতে কেন গড়িমসি। ২৫ নভেম্বর আমাদের যে আন্দোলন হয়েছিল তখন বলা হয়েছিল ইউজিসিকে বিশ্ববিদ্যালয় পরীক্ষার বিষয়ে চিঠি দিবে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন চিঠি পাঠিয়েছে কিনা সে বিষয়ে আমরা অবগত নয়।

আন্দোলন চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের স্নাতক চূড়ান্ত পরীক্ষা নেয়া হবে বলে শিক্ষার্থীদের আশ্বস্থ করেন । এসময় রেজিস্ট্রার আরো বলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। আজকে বিভাগীয় প্রধানদের সাথে পরীক্ষার বিষয়ে আমাদের মিটিং আছে। আমরা অতি শীঘ্ররই পরীক্ষার রুটিন জানাবো।

মুঠোফোনে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভিসি প্রফেসর ড. এমরান কবির চৌধুরী বলেন, ‘ইউজিসির সাথে ভর্তি পরীক্ষা নিয়ে মিটিং হয়েছিল। মিটিং এ ¯œাতকের চূড়ান্ত পরীক্ষা নেওয়ার বিষয়ে আলোচনা হয়। আমরা পরীক্ষা নেয়ার ব্যাপারে আমাদের পরীক্ষা কমিটিকে বলে দিয়েছি।
এদিকে শিক্ষার্থীরা অভিযোগ করেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ড. বনানী বিশ্বাস আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে রূঢ় আচরণ করেন এবং শিক্ষার্থীদের হুমকি প্রদান করেন। এ বিষয়ে ড. বনানী বিশ্বাস বলেন, ‘আমি আন্দোলনস্থলে গিয়ে বিব্রতবোধ করেছি তবে এ বিষয়ে আমার কোন ক্ষোভ নেই ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন