বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদ অব্যাহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০২০, ১২:০০ এএম

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ অব্যাহত রেখেছে আওয়ামী লীগ, জাসদসহ ১৪ দলের নেতাকর্মীরা। এসময় তারা বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদের চিহ্নিত করেই সামনের দিকে এগিয়ে যেতে হবে। এখন সবচেয়ে বেশি প্রয়োজন মানুষকে সচেতন করা। এ সচেতনতাই হচ্ছে স্বাধীনতা ও গণতন্ত্রকে রক্ষা করার কবচ।

চট্টগ্রাম ব্যুরো জানায়, নগরীর আন্দরকিল্লা চত্বরে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, আওয়ামী লীগ নেতা নঈম উদ্দিন চৌধুরী, এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, এম জহিরুল আলম দোভাষ, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী।

কুষ্টিয়া থেকে স্টাফ রির্পোটার জানান, কুষ্টিয়ার পাঁচ রাস্তা মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের ঘটনাস্থল পরিদর্শন ও জেলা জাসদ আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, হাসানুল হক ইনু এমপি, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, জেলা জাসদ সভাপতি গোলাম মোহসীন ও যুগ্ম-সাধারণ সম্পাদক জিল্লুর রহমানসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পার্বতীপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা জানান, দিনাজপুরের পার্বতীপুরে কেন্দ্রীয় শহিদ মিনারে উপজেলার ১৪ দলের এক বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম, যুগ্ন সাধারন সম্পাদক আমজাদ হোসেন, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক সরদার, জাসদের উপজেলা শাখার সভাপতি অধ্যাপক আতাউর রহমান, পৌর জাসদের সাধারস সম্পাদক মামুনুর রশিদ, সাবেক ছাত্র নেতা গোলাম রসুুল মিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান রুকসানা বারী রুকু, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন মোমিন, আব্দুর রহমার হামিদী প্রমুখ।

সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা জানান, জামালপুরের সরিষাবাড়ীতে মানববন্ধন করেছে বীর মুক্তিযোদ্ধারা। গতকাল সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেনে, জামালপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের (ভারপ্রাপ্ত) কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা এম এ লতিফসহ উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধারা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন