শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কাপ্তাই ভোক্তা অধিকারে সাতটি মামলা, জরিমানা

কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২০, ৩:৫৯ পিএম

কাপ্তাই উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মুনতাসির জাহান কাপ্তাইয়ের বড়ইছড়ি এলাকায় ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। রোববার (১৩ডিসেম্বর)সকাল ১০টায় ৭টি হোটেল -রেস্তোরাঁ ও মুদিদোকানে মেয়াদ উত্তীর্ণ, স্বাস্থ্য ক্ষতিকর, মূল্য তালিকা না থাকায় ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ও ৪৩ ধারা ৬টি মামলা করা হয়। এসকল দোকান, হোটেল-রেস্তোরাঁ হতে পাঁচ হাজার ৯০০ টাকা আদালতে জরিমানা আদায় করা হয়। এবং মাস্ক না পরায় একজন থেকে আরও ১শ টাকা জরিমানা সহ মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় উপজেলা খাদ্য পরিদর্শক মোহাম্মদ ইলিয়াস, ইউএনও'র অফিস সুপার মোঃ সিরাজুল ইসলাম ও কাপ্তাই আইন-শৃঙ্খলা বাহিনীর লোকজন উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন