সাভারে ১৫ লাখ টাকা চাঁদা চাওয়ার অভিযোগে সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ধর্ষণ, চাঁদাবাজিসহ ডজন মামলার আসামি আব্দুল মান্নানকে গ্রেফতার করেছে পুলিশ।
সাভার মডেল থানা পুলিশ জানায়, সাভারের চাঁপাইন এলাকায় লোকমান হোসেন ও তার ভাই ইমাম হোসেনের ২০ শতাংশ জমি রয়েছে। জমির উপরে তাদের টিনসেড বাড়িও রয়েছে। তাদের সাথে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে লোকমান হোসেন ও তার ভাই ইমাম হোসেনের কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেন সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান। পরে ভুক্তভোগীরা গতকাল সাভার মডেল থানায় উপস্থিত হয়ে আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নানকে আসামি করে একটি চাঁদাবাজির মামলা দায়ের করলে পুলিশ চাঁপাইন এলাকা থেকে তাকে আটক করে।
আওয়ামী লীগ এ নেতার বিরুদ্ধে ধর্ষণ, চাঁদাবাজি, ছিনতাই, মাদরাসা ভাঙচুরসহ বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ডে জড়িত থাকারও অভিযোগ রয়েছে। সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, চাঁদা চাওয়ার অভিযোগে ওই আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন