ভ‚মিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন বিএনপি-জামায়াত নৈরাজ্যের রাজনীতি শুরু করেছে, তারা শেখ হাসিনার উন্নয়ন চোখে দেখেনা, আ.লীগের ১৪ বছরের শাসনামলে ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন হয়েছে, যা দেখে বিদেশিরা আজ বাংলাদেশকে মডেল হিসেবে নিয়েছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করেছি, বঙ্গবন্ধু টানেল, অর্থনৈতিক জোন এসব শেখ হাসিনার আবদান।
তিনি আরো বলেন, মাঠ আ.লীগের দখলে থাকবে, বিএনপি মাঠ গরম করার স্বপ্ন দেখছে, তাদের শাসনামলে লুটপাট দুর্নীতি ছাড়া কিছুই হয়নি। আ.লীগ পেছনের দরজায় ক্ষমতায় আসেনি, আ.লীগকে ভয় দেখিয়ে লাভ নেই। আমরা ক্ষমতার চেয়ে মাঠে বেশি ছিলাম। যারা স্বাধীনতা বিরোধী ছিল তারা আজ ঐক্যবদ্ধ, বাঙালি জাতির ভাগ্যের পরিবর্তন একমাত্র আ.লীগই করতে পারে, এদেশে কোন ষড়যন্ত্রে কাজ হবে না। যারা দেশকে ধ্বংস করতে চায় কঠোর হাতে তাদের দমন করা হবে। গত শনিবার বিকালে আনোয়ারা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা আ.লীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধক ছিলেন দক্ষিণ জেলা আ.লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ এমপি।
সাধারণ সম্পাদক এমএ মালেকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ এমপি নজরুল ইসলাম এমপি, সাতকানিয়া আসনের সংসদ সদস্য ড. আবু রেজা মোহাম্মদ নিজাম উদ্দিন নদভী, কেন্দ্রীয় আ.লীগের কার্যনির্বাহী সংসদের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মফিজির রহমান।
বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা আ.লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান, সংগঠনিক সম্পাদক মোসলেমহ উদ্দিন মনসুর, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে দক্ষিণ জেলা আ.লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান ও সাংগঠনিক সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন মনসুর অধ্যাপক এমএ মান্নান চৌধুরীকে পুনরায় সভাপতি ও জসিম উদ্দিন চৌধুরী সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন