সম্প্রতি ফেসবুকে হিজাব পরে ছবি প্রকাশ করেছেন চিত্রনায়িকা বর্ষা। ছবি পোস্ট করে বর্ষা লিখেন, একজন মুসলিম হিসেবে আমি গর্বিত। আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ, মাশাআল্লাহ। তার এই ছবি পোস্ট করার পর অনেকে সুন্দর মন্তব্য করে বর্ষার প্রশংসা করেন। একজন লিখেন, বর্ষা আপু তুমি অনেক ভালো মানুষ। নামটাও অনেক সুন্দর। কাজও খুব ভালো। হিজাব পরলে সবচেয়ে ভালো লাগে। আলেকজন লিখেন, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। কমেন্টকারিদের প্রায় সবাই বর্ষার প্রশংসা করেন। অনেকে নিয়মি হিজাব পরতেও তাকে অনুরোধ করেন। উল্লেখ্য, ২০১০ সালে ইফতেখার চৌধুরী পরিচালিত খোঁজ: দ্য সার্চ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় বর্ষার। এতে অনন্ত জলিলের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন তিনি। তার প্রকৃত নাম খাদিজা বলেও সামাজিক মাধ্যমে জানিয়েছেন তিনি। বর্ষা সর্বশেষ বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনার সিনেমা দিন: দ্য ডে তে অভিনয় করেছেন। সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন