শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শেরপুরে আদালতের আদেশ অমান্য করে প্রবাসীর জায়গা দখল নির্মান কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ

শেরপুর জেলা সংবাদাতা | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২১, ২:৩০ পিএম

আদালতের আদেশ অমান্য করে লন্ডন প্রবাসীর জায়গা দখল করে ভবন নির্মান করার অভিযোগ ওঠেছে শেরপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইলিয়াছ উদ্দিনের পুত্র আব্দুর রউফের বিরুদ্ধে । এর প্রতিবাদে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
আজ ১৪ জানুয়ারি দুপুরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন লন্ডন প্রবাসী সাবেরা ইকরাম সাবুর বাবা এডভোকেট এ কিউ এম ইকরামূল হক। তিনি বলেন, শেরপুর পৌরসভাস্থ গৃদ্দানারায়নপুর মহল্লার লন্ডন প্রবাসী সাবেরা ইকরাম সাবুর মায়ের মৃত্যুরপর তার অপরাপর ভাই বোনদের সহিত বন্টনের মাধ্যমে ১.৫ শতক ভূমী ওয়ারিস সূত্রে প্রাপ্ত হয়ে বর্তমানে ভোগদখলে রয়েছেন। আমার মেয়ে লন্ডন প্রবাসী হওয়াতে তার অনুপস্থিতি সুযোগ পেয়ে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ইলিয়াছ উদ্দিনের পুত্র আব্দুর রউফ বেদখল পূর্বক বহুতল ভবন নির্মাণ কাজ শুরু করেন। পরে আমি জানতে পেরে নির্মাণকাজ স্থলে উপস্থিত হয়ে প্রতিবাদ করি। সেটি সে তুয়াক্কা না করলে আমি শেরপুর সিনিয়র জজ আদালতে ২১৯/২০ নং মোকদ্দমা আব্দুর রউফ এর বিরুদ্ধে আনয়ন করি। পরে বহুতল ভবন নির্মান না করার আদেশের জন্য বিজ্ঞ আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশের প্রার্থনা করিলে উভয় পক্ষের উপস্থিতিতে শুনানীতে আব্দুর রউফ এর বিরুদ্ধে ভবন নির্মান কাজের নিষেধাজ্ঞা আদেশ প্রদান করেন।
বর্তমানে সে নিষেধাজ্ঞা অমান্য করে কাজ চলমান রাখে।
এসময় শেরপুর প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে অভিযুক্ত আব্দুর রউফ জানান, আমার বিরুদ্ধে আনা অভিযোগ ভূয়া। তার মেয়ের সাথে কথা হয়েছে, জমি বিক্রি করবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন