রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

নির্দিষ্ট সময়েই বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২১, ৮:৩৩ পিএম

পূর্ব নির্ধারিত দিনক্ষণ অনুযায়ী আগামী সেপ্টেম্বরেই মাঠে গড়াবে বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ। সাফের সর্বশেষ সভায় টুর্নামেন্টের তারিখ নির্ধারণ হয়েছে ১৪ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। তবে একই মাসে তুরস্কের কনিয়া শহরে অনুষ্ঠিতব্য ইসলামিক সলিডারিটি গেমসে ফুটবল দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। তাদের এ সিদ্ধান্তের ফলে সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। এ প্রসঙ্গে বুধবার সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, ‘সেপ্টেম্বরের পরে সাফ চ্যাম্পিয়নশিপ করার সুযোগ নেই। কারণ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) পরবর্তী আসর অক্টোবরে শুরু করবে। তাদের এই লিগ চলবে ৮ মাস। তাই সেপ্টেম্বরেই আমাদের সাফ চ্যাম্পিয়নশিপ করতে হবে।’

ইসলামিক সলিডারিটি গেমস ১০ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত হলেও তাতে তেমন কোনো সমস্যা হবে না বলে জানান হেলাল। তার কথায়,‘দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ইসলামিক সলিডারিটি গেমসে অংশ নেয় বাংলাদেশ ও পাকিস্তান। তাই আমি মনে করি না যে, এই গেমস সাফ চ্যাম্পিয়নশিপের কোনো সমস্যা করবে। আমি কালই (আজ) এ নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে কথা বলব।’

বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ বলেন, ‘সাফ চ্যাম্পিয়নশিপে খেলবে জাতীয় দল। ইসলামিক সলিডারিটি গেমসে আমরা অলিম্পিক দল (অনূর্ধ্ব-২৩) পাঠাবো। এই গেমস ফুটবলে আমরা দল পাঠালেও সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে কোনো সমস্যা হবে না। সাফ সম্পাদকের সঙ্গে কথা বলে দুই একদিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন