শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নওগাঁয় প্রসূতির মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০২১, ৪:৪৬ পিএম

নওগাঁয় ভুল চিকিৎসায় এক প্রসূতির সিজারিয়ান করার পর অতিরিক্ত রক্তক্ষরনের কারণে মৃত্যুর ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন প্রসূতির পরিবার। শুক্রবার সকাল সাড়ে ৯টায় বন্যা খাতুন (২১) নামে প্রসূতিকে নওগাঁ শহরের বেসরকারি মেট্র হাসপাতাল সিজিরিয়ান করানো হয়। এর ১ঘন্টা ওই প্রসূতি মায়ের অতিরিক্ত রক্তক্ষণ শুরু। পরবর্তীতে বিকেলে আবার আরেক দফা অপারেশন থিয়েটারে নিয়ে রক্তক্ষরন বন্ধ করার চেষ্টা হয় কিন্তু রক্তক্ষরন বন্ধ না হওয়ায় বোগীর স্বজনরা উদ্বেগ প্রকাশ করলে চিকিৎসকের বিরুদ্ধে খারাপ আচরন করার অভিযোগ করেন ভুক্তভোগির স্বজনরা।

সন্ধ্যার দিকে ওই প্রসূতিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক জানান হাসপাতালে নেয়ার পূর্বেই রোগী অতিরিক্ত রক্তক্ষনের কারনে মারা গেছেন। এর পর শনিবার (৬ জানুয়ারি) সকাল থেকে মেট্র হাসপালের সামনে লাশ নিয়ে রোগীর স্বজনরা বিচারের দাবিতে অবস্থান করছেন।
রোগীর স্বজনদের অভিযোগ সিজারিয়ান এর আগে কোন ধরনের স্বাস্থ্য পরীক্ষা না করেই সিজারিয়ান করেছেন ডা: জেনিফা ইসলাম তিশা। এর কারনে অতিরিক্ত রক্তক্ষরনের কারনে তার মৃত্যু হয়। তাই ডাক্তারের কঠিন শাস্তির দাবি করেন তারা।

এবিষয়ে নওগাঁর সিভিল সার্জন ডা: এবিএম হানিফ বলেন, ঘটনাটি খুবই দু:খজনক। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
বিষয়টি নিয়ে ডা: জেনিফা ইসলাম তিশার সাথে ফোনে একাধিকবার যোগাযোগ হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন