শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ফের মৃত্যুশোক কাপুর পরিবারে, চলে গেলেন রাজীব কাপুর

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ১১:১০ এএম

বছর ঘুরতে না ঘুরতেই ফের মৃত্যুশোক জাঁকিয়ে ধরল বলিউডের ‘ফার্স্ট ফ্যামিলি’কে। গত বছর ঋতু নন্দা ও ঋষি কাপুরের মৃত্যুর ধাক্কা কাটিয়ে উঠবার আগেই চলে গেলেন রাজ কাপুরের ছোট ছেলে রাজীব কাপুর। মঙ্গলবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল কাপুর পরিবারের এই সদস্যের। বয়স হয়েছিল মাত্র ৫৮ বছর। পরিবারের ঐতিহ্য মেনেই বলিউডে নিজের ক্যারিয়ার গড়েছিলেন রাজীক কাপুর। দর্শক তাকে সবচেয়ে বেশি মনে রেখেছেন কালজয়ী ছবি ‘রাম তেরি গঙ্গা মৈলি’তে অভিনয়ের জন্য।

রাজীব কাপুরের দাদা, অভিনেতা রণধীর কাপুর টাইমস অফ ইন্ডিয়াকে জানান আজ সকালে রাজীব হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত চেম্বর ইনলাকস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিত্সার সুযোগ মেলেনি, তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। ইনস্টাগ্রামে প্রয়াত দেওরকে শ্রদ্ধার্ঘ জানিয়েছেন ঋষি কাপুর পত্নী নীতু কাপুর।

‘রাম তেরি গঙ্গা মৈলি’ ছাড়াও ‘আসমান’, ‘লাভার বয়’, ‘জবরদস্ত’, ‘হাম তো চলে পরদেশ’-এর মতো ছবিতে অভিনয় করেছেন রাজীব কাপুর। ১৯৮৩ সালে এক জান হ্যায় হাম ছবির সঙ্গে রুপোলি সফর শুরু করেছিলেন রাজ কাপুর পুত্র। শেষবার জমিনদার (১৯৯০) ছবিতে অভিনয় করেছেন রাজীব। তিন দশক ধরে রুপোলি পর্দাতে দেখা না গেলেও ‘প্রেমগ্রন্থ’ ছবি পরিচালনা করেছিলেন রাজীব। এছাড়াও ঋষি কাপুর পরিচালিত ছবি আ আব লট চলে-র প্রযোজক এবং সম্পাদকের ভূমিকাতেও দেখা গিয়েছিল প্রয়াত অভিনেতাকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন