সিরাজগঞ্জের তাড়াশে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে তাড়াশ উপজেলা পরিষদ চত্বরে ৩৭ এয়ার ডিফেন্স রেজিমেন্ট আর্টিলারি ও সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ম্যারাথনটি উপজেলা পরিষদ ভবনের সম্মুখ থেকে শুরু হয়ে পৌর এলাকার ৫ কিলোমিটার রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে ম্যারাথনটি শেষ হয়।
ম্যারাথনের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো: মেজবাউল করিম, সহকারী কমিশনার (ভুমি) মো: ওবায়দুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্ননাহার লুনা,তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ, বারুহাস ইউপিচেয়ারম্যান মোক্তার হোসাইন মুক্তা, তাড়াশ মহিলা কলেজের অধ্যক্ষ জাফর ইকবাল প্রমূখ।
এতে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন