শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

তাড়াশে শহীদদের স্মরণে আওয়ামীলীগের মোমবাতি প্রজ্বলন

তাড়াশ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২১, ৮:৪৮ পিএম

২৫ মার্চ ভয়াল কাল রাতে শহীদদের স্মরণে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে।

১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াল কাল রাতে পাকিস্তানী হানাদার বাহিনীর হাতে নির্মম ভাবে নিহত হওয়া শহীদদের স্মরণে ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় তাড়াশ কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে ওই মোমবাতি প্রজ্বলনের উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা ম ম আমজাদ হোসেন মিলন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী সঞ্জিত কুমার কর্মকার, জেলা পরিষদের নারী সদস্য হোসনেয়ার পারভীন লাভলী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলাম লাবুসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের সভাপতি এবং সাধারণ সম্পাদকগন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন