শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রায়গঞ্জে হাসপাতাল থেকে শিশু চুরি

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৩৯ পিএম

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গার থানার হাটিকুমরুল সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতাল থেকে এবার নবজাতক চুরির অভিযোগ উঠেছে।শনিবার বিকেলে সোয়া চারটার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন সালঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী। শিশুটি তাড়াশ উপজেলার নওগাঁ গ্রামের আব্দুল মাজেদ ও সবিতা খাতুন দম্পতির প্রথম ছেলে সন্তান।

হাসপাতালের ব্যবস্থাপক জাকির হোসেন ও বাবা আব্দুল মাজেদ জানান, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হন সবিতা। বেলা ১১টার দিকে সিজারের মাধ্যমে ছেলে সন্তান জন্ম দেন তিনি।

প্রসূতি বেশ কিছুক্ষণ অচেতন থাকায় শিশুটিকে নানী জয়নব কোলে নেন। এ সময় নবজাতকের কান্না শুনে বোরখা পরা এক নারী জয়নবের সঙ্গে ভাব জমায়। কয়েক ঘণ্টা শিশুটিকে কোলে রাখেন ওই নারী। এক পর্যায়ে জয়নব ওষুধ আনতে গেলে ওই নারী শিশুকে নিয়ে পালিয়ে যায়।

ওসি জিলানী বলেন, ‘আমরা ঘটনাস্থলে রয়েছি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।’

নবজাতককে দেখতে না পেয়ে হাসপাতালের বিছানায় অসুস্থ মা সবিতা পাগলপ্রায়। যে ভাবেই হোক ছেলেকে উদ্ধার করার দাবি জানিয়েছেন তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন