শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

‘ক্রিটিকস বেস্ট অ্যাক্টর’ নির্বাচিত হলেন সুশান্ত

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ১১:১৪ এএম

মরণোত্তর বড় সম্মান পেলেন প্রয়াত সুশান্ত সিং রাজপুত। দাদাসাহেব ফালকে ইন্টারন‍্যাশনাল ফিল্ম ফেস্টিভ‍্যালে ‘ক্রিটিকস বেস্ট অ্যাক্টর’ নির্বাচিত হলেন সুশান্ত। ছবি সমালোচকদের নিরিখে সেরা অভিনেতার সম্মান পেলেন সুশান্ত। খবর প্রকাশ‍্যে আসতেই আবেগে ভাসলেন অনুরাগীরা।

শনিবার আয়োজিত হয় দাদাসাহেব ফালকে ইন্টারন‍্যাশনাল ফিল্ম ফেস্টিভ‍্যাল ২০২১। সাহিত‍্য থেকে শুরু করে সিনেমা, ওয়েব সিরিজের বহু তারকাই সম্মানে ভূষিত হন। উপস্থিত ছিলেন সুস্মিতা সেন, ববি দেওল, কিয়ারা আদভানীর মতো তারকারা। সেরা অভিনেতার সম্মান পান অক্ষয় কুমার ও দীপিকা পাডুকোন। ‘লক্ষ্মী’ ও ‘ছপাক’ ছবির জন‍্য সেরা অভিনেতার সম্মান পান তারা। ‘দিল বেচারা’ ও ‘গিল্টি’ ছবির জন‍্য ‘ক্রিটিকস সেরা অভিনেতা’র সম্মান পান প্রয়াত সুশান্ত সিং রাজপুত ও কিয়ারা আদভানী।

ওয়েব সিরিজে অসাধারন অভিনয়ের জন‍্য সেরা অভিনেতার সম্মান পান ববি দেওল ও সুস্মিতা সেন। ‘আশ্রম’ ওয়েব সিরিজের জন‍্য ববি ও ‘আর্যা’ ওয়েব সিরিজের জন‍্য সুস্মিতা এই সম্মান পান। সেরা ছবির সম্মান পেয়েছে ‘তানাজি দ‍্য আনসাং ওয়ারিয়ার’। বছরের সেরা পারফরম‍্যার নির্বাচিত হয়েছেন নোরা ফাতেহি।

প্রসঙ্গত, গত বছর ১৪ জুন মুম্বাইয়ে বান্দ্রার অ্যাপার্টমেন্ট থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয় সুশান্তের দেহ। সিবিআই তদন্ত শুরু হলেও এখনো অভিনেতার মৃত‍্যুর কারণ জানা যায়নি। তবে শোনা গিয়েছে, এখনো খুন বা আত্মহত‍্যা কোনো সম্ভাবনাই উড়িয়ে দিতে রাজি নয় সিবিআই। সম্প্রতি গত ২১ জানুয়ারি গিয়েছে মৃত‍্যুর পর সুশান্তের প্রথম জন্মবার্ষিকী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন