রোববার ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১, ১১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

জাতীয় সংবাদ

অডিও-ভিডিও ক্লিপ তলব

দুদক কর্মকর্তার ঘুষ দাবি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২১, ১২:০০ এএম

দুর্নীতি দমন কমিশন-দুদকের সহকারী পরিচালক মো. আলমগীর হোসেনের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগে ধারণ করা অডিও-ভিডিও ক্লিপ তলব করেছেন হাইকোর্ট। আগামী ৭ মার্চ এসব ক্লিপ আদালতে দাখিল করতে বাদীর প্রতি নির্দেশ দিয়েছেন আদালত।

বিচারপতি মো.নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি মহি উদ্দিন শামীমের ভার্চুয়াল ডিভিশন বেঞ্চ গতকাল মঙ্গলবার এ আদেশ দেন। সরকারপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। তিনি জানান, পুলিশ থেকে ডেপুটেশনে দুদকে দায়িত্বপালনকারী সহকারি পরিচালক আলমগীর হোসেন তদন্ত প্রক্রিয়ায় এক আসামির কাছ থেকে ঘুষ দাবি করেন। এ সংক্রান্ত অডিও-ভিডিও প্রমাণ রয়েছে তার কাছে। এর ভিত্তিতে বিষয়টি নিয়ে উচ্চ আদালতে আসেন নির্দেশনার জন্য। শুনানি শেষে হাইকোর্ট উপরোক্ত আদেশ দেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন