দুর্নীতি দমন কমিশন-দুদকের সহকারী পরিচালক মো. আলমগীর হোসেনের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগে ধারণ করা অডিও-ভিডিও ক্লিপ তলব করেছেন হাইকোর্ট। আগামী ৭ মার্চ এসব ক্লিপ আদালতে দাখিল করতে বাদীর প্রতি নির্দেশ দিয়েছেন আদালত।
বিচারপতি মো.নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি মহি উদ্দিন শামীমের ভার্চুয়াল ডিভিশন বেঞ্চ গতকাল মঙ্গলবার এ আদেশ দেন। সরকারপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। তিনি জানান, পুলিশ থেকে ডেপুটেশনে দুদকে দায়িত্বপালনকারী সহকারি পরিচালক আলমগীর হোসেন তদন্ত প্রক্রিয়ায় এক আসামির কাছ থেকে ঘুষ দাবি করেন। এ সংক্রান্ত অডিও-ভিডিও প্রমাণ রয়েছে তার কাছে। এর ভিত্তিতে বিষয়টি নিয়ে উচ্চ আদালতে আসেন নির্দেশনার জন্য। শুনানি শেষে হাইকোর্ট উপরোক্ত আদেশ দেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন