বিশিষ্ট অভিনেতা ও বিজ্ঞাপন নির্মাতা আফজাল হোসেনের পরিচালনাধীন প্রথম সিনেমা ‘মানিকের লাল কাঁকড়া”। আনজীর লিটনের কাহিনী , মাসুম রেজার চিত্রনাট্যে সিনেমাটির নির্মাণের কাজ শুরু হয়েছিল গত বছর। করোনার কারণে সিনেমাটির শুটিং বন্ধ হয়ে যায়। সম্প্রতি পুনরায় এর শুটিং শুরু হয়েছে। মানিক বন্দোপাধ্যায়ের জীবনকে কেন্দ্র করে এটি নির্মিত হচ্ছে। সিনেমাটির দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক ফেরদৌস ও অভিনেত্রী সোহানা সাবা। ফেরদৌস আহমেদ বলেন, ‘আফজাল আঙ্কেল আমার প্রথম দেখা জীবন্ত কোন নায়ক। তিনি যখন টিভিতে অনেক জনপ্রিয়, ভীষণ ব্যস্ত সেই সময় আমার চাচার বন্ধু হিসেবে আমাদের বাসায় আসতেন। শৈশব থেকে তাকে আমি আঙ্কেল বলে ডাকি। তার নির্দেশনায় অনেক বিজ্ঞাপনে কাজ করেছি। আমার আকাক্সক্ষা ছিলো, তার প্রথম সিনেমার নায়ক হওয়া। এ আশা পূরণ হবে ভাবিনি। আমার বিশ^াস, মানিকের লাল কাঁকড়া আফজাল আঙ্কেল’র আঁকা ছবির মতো একটি অনবদ্য পেইন্টিংই হবে। সিনেমাটি নির্মাণের শুরু থেকেই চমৎকার পরিবেশে আমরা এতে কাজ করছি। সিনেমাটি একটি পারিবারিক গল্পের। একটি বাচ্চাকে কেন্দ্র করেই মূলত সিনেমার গল্প এগিয়ে যায়। সোহানা সাবা বলেন, ‘এই সিনেমাতে অভিনয় করার সবচেয়ে বড় কারণ হচ্ছে, এর নির্মাতা শ্রদ্ধেয় আফজাল ভাই। ভীষণ ভালোলাগা নিয়ে কাজটা করছি। ভীষণ উচ্ছ্বাস কাজ করছে। আফজাল ভাই এতো গুনী একজন মানুষ যে, অভিনয় সম্পর্কে ছোট ছোট কথাগুলো তার পাশে থেকে শোনাও সৌভাগ্যের বিষয়।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন